বাংলাদেশের বিপক্ষে দলে এক স্পিনার রাখার যে ব্যাখ্যা দিলেন গিলেস্পি

সংবাদ সম্মেলনে পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পিপিসিবি

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান দলে মাত্র একজন স্বীকৃত স্পিনার খেলানোর কারণ ব্যাখ্যা করেছেন দলটির প্রধান কোচ জেসন গিলেস্পি। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দলে বোলার হিসেবে আছেন আমের জামাল, আবরার আহমেদ, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি। এ ছাড়া হাত ঘোরাতে পারেন আগা সালমান, সাইম আইয়ুব ও সৌদ শাকিলও। তবে দলে একমাত্র স্বীকৃত স্পিনার ২৫ বছর বয়সী আবরারই।

আরও পড়ুন

গিলেস্পি বলছেন, তাঁর দলে দুজন বিশেষজ্ঞ স্পিনারই আছেন। আগা সালমানকেও স্পিনার হিসেবেই বিবেচনা করছেন পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ সাবেক অস্ট্রেলিয়ান পেসার, ‘আপনি যেটা ইচ্ছা ঘাঁটতে পারেন। তবে শুরুতেই বলি, আমাদের দুজন বিশেষায়িত স্পিনার আছে। সালমান আলী আগা বিশেষায়িত স্পিনার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যথেষ্ট ভালো। আমরা যতটুকু দেখেছি, অফ স্পিনে তার অনেক সম্ভাবনা আছে। আর আবরার (আহমেদ) অবশ্যই বেশ ভালো তরুণ একজন বোলার, যে ক্যারিয়ারের শুরুর পর্যায়ে আছে।’

পাকিস্তানি অলরাউন্ডার আগা সালমান (ডানে)
এএফপি

৩০ বছর বয়সী সালমান এমনিতে অলরাউন্ডার। তবে অফ স্পিনও করেন। ক্যারিয়ারে ১২ টেস্টে নিয়েছেন ১২ উইকেট, সেরা বোলিং ৭৫ রানে ৩ উইকেট। যেটি এসেছিল গত বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে, দেশের মাটিতে সেটিই এখন পর্যন্ত পাকিস্তানের শেষ টেস্ট। এমনিতে এ বছরের জানুয়ারির পর পাকিস্তান টেস্ট খেলেনি।

আরও পড়ুন

তবে গিলেস্পির বিশ্বাস, লম্বা বিরতির পর টেস্টে ফিরতে যাওয়া দলটির ভারসাম্য বেশ ভালো। বাংলাদেশের বিপক্ষে রোমাঞ্চকর এক সিরিজের অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন, ‘আমাদের সব দিকই ভালো আছে। আমাদের সিম বোলিংয়ে বিকল্প অনেক এবং স্পিন বোলিংয়েও তাই। ব্যাটিং-ও বৈচিত্র্যময়। আমার বিশ্বাস সব দিকই কাভার করা আছে। আর পাকিস্তান টেস্ট দলের জন্য রোমাঞ্চকর একটা সময় এটি।’

এদিকে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের বোলিং আক্রমণ কেমন হবে, তা নিয়েও প্রশ্ন আছে। তবে রাওয়ালপিন্ডিতে পেস–সহায়ক কন্ডিশন থাকবে বলে পাকিস্তান খেলাতে পারে চারজন পেসার। সে ক্ষেত্রে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহর সঙ্গে মির হামজার জায়গা নিশ্চিত বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। চতুর্থ পেসার হিসেবে আসতে পারেন খুররম শেহজাদ বা মোহাম্মদ আলীর একজন। চারজন পেসার খেলালে দলে একমাত্র স্পিনার হিসেবে থাকতে পারেন সালমান।