শরফুদ্দৌলার সিদ্ধান্তে অসন্তুষ্ট কামিন্স, রিভিউ চাইলেও প্রত্যাখ্যান

রিভিউ চাচ্ছেন কামিন্সএএফপি

ভারতের প্রথম ইনিংসের ১১৯তম ওভার। প্যাট কামিন্সের বল মোহাম্মদ সিরাজের ব্যাট ছুঁয়ে গেল স্লিপে। বল সরাসরি স্লিপে থাকা স্টিভ স্মিথের কাছে গেছে কি না, মাঠের আম্পায়ার মাইকেল গফ নিশ্চিত হতে পারেননি।

সিদ্ধান্তের জন্য সহযোগিতা চাইলেন তৃতীয় আম্পায়ারের। মেলবোর্ন টেস্টের তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ দিলেন নটআউট। যে সিদ্ধান্ত নিয়ে হয়েছে বিতর্ক!

সিরাজের ব্যাটে লেগে বল স্মিথের হাতে গেলেও তাঁর হাতে যাওয়ার আগে বল মাটিতে ড্রপ করেছে কি না, তা নিয়ে সন্দেহ ছিল। রিপ্লে দেখে সিদ্ধান্ত জানাতে খুব বেশি সময় নেননি শরফুদ্দৌলা। দুবার রিপ্লে দেখার পরই জানিয়েছেন নটআউট।

তবে এমন সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি অস্ট্রেলিয়া। ক্ষুব্ধ প্যাট কামিন্স আম্পায়ারকে জানান, রিভিউ চান তিনি। তবে মাঠের দুই আম্পায়ার গফ ও জোয়েল উইলসন অস্ট্রেলিয়া অধিনায়কের আবেদন প্রত্যাখ্যান করেন। একই সিদ্ধান্ত দুবার রিভিউ হবে না, না কি অন্য কোনো কারণ দেখানো হয়েছে, সেটি অবশ্য আম্পায়ার ও কামিন্সই ভালো জানেন।

সিরাজের আউটের জন্য অস্ট্রেলিয়ার আবেদন
এএফপি

এই সিদ্ধান্ত নিয়ে ধারাভাষ্যকক্ষেও তৈরি হয় ধোঁয়াশা। অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট তো বলেই ফেলেছেন, এমন কিছু তিনি আগে দেখেননি, ‘ইন্টারেস্টিং। এমন কিছু আমি আগে দেখিনি। আপনি (আম্পায়ার) আপনার সিদ্ধান্তের জন্য এটিকে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠাচ্ছেন। কিন্তু আমি (কামিন্স) এখন রিভিউ নিতে চাই। আমার মনে হয় এটি (রিপ্লে) আরও গভীরভাবে দেখা উচিত ছিল।’

আরও পড়ুন

ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও বলছেন খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়েছেন তৃতীয় আম্পায়ার, ‘ব্যাটে লাগার পর বল মাটিতে লেগেছে এটা আম্পায়ার জানিয়েছেন। সিদ্ধান্ত খুব দ্রুতই নেওয়া হয়েছে, খুবই দ্রুত। মাত্র দুবার রিপ্লে দেখা হয়েছে।’

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অবশ্য খুব বেশি সময় মুখ গোমড়া করতে থাকতে হয়নি। এরপর বোলিং করতে হয়েছে মাত্র ৩ বল। নাথান লায়নের বলে দশম ব্যাটসম্যান হিসেবে নীতীশ কুমার আউট হলে ভারতের প্রথম ইনিংস শেষ হয়।

আরও পড়ুন