বিপিএলে খেলার অনুমতি পাননি, ঢাকা ছাড়ছেন পাকিস্তানের হারিস
বিপিএল খেলতে এবার বাংলাদেশে আসছেন একঝাঁক পাকিস্তানের তারকা ক্রিকেটার। অনেকে এর মধ্যে এসেও গেছেন। ফাহিম আশরাফ খেলেছেন খুলনা টাইগার্সের প্রথম ম্যাচ। ফরচুন বরিশালের জার্সিতে দেখা যাচ্ছে শোয়েব মালিক ও মোহাম্মদ ইমরানকে। রংপুর রাইডার্সের প্রথম ম্যাচের একাদশে ছিলেন সালমান ইরশাদ।
তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এক পাকিস্তানের ক্রিকেটারকে নিয়ে আছে বিরাট ঝামেলায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনাপত্তিপত্র না পেয়েও দলটির হয়ে বিপিএল খেলতে এসেছেন ওপেনার মোহাম্মদ হারিস। দলের সঙ্গে তিনি যোগ দিয়েছেন ১৯ জানুয়ারির আগেই। কিন্তু অনাপত্তিপত্র না পাওয়ায় এর মধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলা চট্টগ্রাম কোনো ম্যাচেই খেলায়নি হারিসকে।
আজ ফ্র্যাঞ্চাইজির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিসিবি থেকে হারিসকে বিপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে না। তাই আজ রাতের ফ্লাইটে তিনি দেশে ফিরে যাবেন। পিসিবির সঙ্গে হারিসের চুক্তি অনুযায়ী তিনি বছরে দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন না। সেই দুটি লিগ তিনি এরই মধ্যে খেলে ফেলেছেন বলেই খেলতে পারবেন না বিপিএলে। তাই তাঁকে দেশে ফিরতে হচ্ছে।
একই কারণে বরিশাল পাচ্ছে না ফখর জামানকে, ইফতিখার আহমেদের খেলা হচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। তবে জানা গেছে, ফখর–ইফতিখারদের অনাপত্তিপত্র না দেওয়া হলেও বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুবদের বিপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশে আসার কথা এই তিন ক্রিকেটারের। বাবর রংপুর রাইডার্স এবং রিজওয়ান কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলবেন। সাইম খেলবেন দুর্দান্ত ঢাকায়।