মিরপুরের পারফরম্যান্স শীর্ষে ফেরাল রাবাদাকে

বুমরাকে সরিয়ে টেস্টের এক নম্বর বোলার হয়েছেন কাগিসো রাবাদাশামসুল হক

মিরপুর টেস্টটা অনেক দিনই মনে রাখার কথা কাগিসো রাবাদার। টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ওই টেস্টেই যে ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার। সেটিও সবচেয়ে কম বলে এই মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়ে। প্রথম ইনিংসে ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট—দক্ষিণ আফ্রিকার জয়ে বড় ভূমিকাই রেখেছিলেন রাবাদা।

মাঠের সেই পারফরম্যান্স আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের বোলারদের তালিকায় শীর্ষে ফিরিয়েছে রাবাদাকে। ভারতের যশপ্রীত বুমরাকে সরিয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারির পর আবার টেস্টের ১ নম্বর বোলার হলেন প্রোটিয়া ফাস্ট বোলার।

২০১৮ সালে জানুয়ারিতে প্রথমবার শীর্ষে ওঠা রাবাদা তিন ধাপ এগিয়েছে সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে। টপকে গেছেন বুমরা, জশ হ্যাজলউড ও রবিচন্দ্রন অশ্বিনকে। পুনে টেস্টের পর এক থেকে তিনে নেমে গেছেন বুমরা। আরেক ভারতীয় বোলার অশ্বিনও দুই ধাপ পিছিয়ে চারে নেমেছেন। অন্যদের ওঠানামার সুযোগে অস্ট্রেলিয়ার পেসার হ্যাজলউড তিন থেকে দুইয়ে উঠেছেন।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের দুই জয়ের নায়ক নোমান আলী ও সাজিদ খানও। ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার-সর্বোচ্চ নয়ে উঠেছেন বাঁহাতি স্পিনার নোমান। ১২ ধাপ এগিয়ে ৩৮-এ উঠেছেন অফ স্পিনার সাজিদ, এটি তাঁরও সর্বোচ্চ অবস্থান। ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে উঠেছেন মিচেল স্যান্টনারও। পুনে টেস্টে ভারতের বিপক্ষে ১৩ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার স্যান্টনার এগিয়েছেন ৩০ ধাপ, উঠেছেন ৪৪ নম্বরে।

সাতে উঠেছেন সৌদ শাকিল
এএফপি

ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন ভারতের যশস্বী জয়সোয়াল। শীর্ষে ইংল্যান্ডের জো রুট, দুইয়ে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। পাকিস্তানের সৌদ শাকিল ২০ ধাপ এগিয়ে উঠে এসেছেন সাতে, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ৮ ধাপ এগিয়ে উঠেছেন দশে। দুজনই প্রথমবার শীর্ষ দশে উঠেছেন। মিরপুর টেস্টে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কাইল ভেরেইনা ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ৩২ নম্বরে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৯ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠেছেন মিরাজ। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন এই অফ স্পিনার। সাকিব নেমে গেছেন চারে। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা, দুইয়ে অশ্বিন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে উঠেছেন মেহেদী হাসান মিরাজ
প্রথম আলো

বাংলাদেশের বোলারদের মধ্যে ১ নম্বর তাইজুল ইসলাম। তিন ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে  মেহেদী হাসান মিরাজকে টপকে গেছেন এই বাঁহাতি স্পিনার। দুই ধাপ পিছিয়ে মিরাজ নেমেছেন ২১-এ।

আরও পড়ুন