সাকিবের ৯, মাহমুদউল্লাহর ৮—অন্যদের কততম বিশ্বকাপ

মাহমুদউল্লাহ ও সাকিব ছিলেন বাংলাদেশের প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ দলেওশামসুল হক

সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সমার্থকই বলা চলে। এ পর্যন্ত হওয়া আটটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই যে বাংলাদেশ দলে ছিলেন সাকিব। বাংলাদেশের সাবেক অধিনায়ক এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে খেলবেন নিজের নবম বিশ্বকাপ। এই কীর্তিতে সাকিব অবশ্য একা নন, ভারতের অধিনায়ক রোহিত শর্মাও নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

অল্পের জন্যই সাকিব-রোহিতদের পাশে বসতে পারেননি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকা মাহমুদউল্লাহ। ২০০৭ থেকে ২০২১ পর্যন্ত প্রথম সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশ দলে ছিলেন এই অলরাউন্ডার। তবে ২০২২ সালে অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। সাবেক এই অধিনায়ক এবার খেলবেন অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরও পড়ুন

বিশ্বকাপ অভিজ্ঞতায় ঋদ্ধ সাকিব-মাহমুদউল্লাহর পাশে আজ ঘোষিত বাংলাদেশ দলে আছেন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া ৬ ক্রিকেটার। ওপেনার তানজিদ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন ও পেসার তানজিম হাসান এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রিশাদ–জাকেররা
বিসিবি

এই ৬ তরুণের ৩ জন তানজিদ, তাওহিদ ও তানজিমের অবশ্য অন্য সংস্করণের হলেও একটি করে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। এই তিনজনই গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন।

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন খেলতে যাচ্ছেন দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাঁর মতোই দ্বিতীয়বার ২০ ওভারের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান।

আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিজ্ঞতায় নাজমুল-মেহেদীর চেয়ে একটু এগিয়ে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। দুজনই খেলতে যাচ্ছেন তৃতীয় বিশ্বকাপ।

২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তাসকিনের
প্রথম আলো

বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান খেলবেন চতুর্থ বিশ্বকাপ। চোট কাটিয়ে সুস্থ হলে সহ-অধিনায়ক তাসকিন আহমেদ খেলবেন পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলা তাসকিন এরপর বাংলাদেশের প্রতিটি ২০ ওভারের বিশ্বকাপ দলেই ছিলেন।

বাংলাদেশ দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাচ্ছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। পেসার হাসান মাহমুদ এর আগে খেলেছেন একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অলরাউন্ডার আফিফ হোসেন ছিলেন ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে।

আরও পড়ুন