ইন্দোরে অশ্বিনের গড় ১২.৫—অস্ট্রেলিয়াকে মনে করিয়ে দিল ফক্স স্পোর্টস
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে সরে যাচ্ছে—এটা আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিকল্প ভেন্যু হিসেবে তৈরি ছিল ইন্দোর আর রাজকোট। তবে শেষপর্যন্ত বিসিসিআই তৃতীয় টেস্টের ভেন্যু হিসেবে ঘোষণা করেছেন ইন্দোরকে।
এদিকে ভেন্যু ইন্দোরে সরে যাওয়ার খবরটি নিজেদের টুইটার হ্যান্ডলে একটু অন্যভাবে পোস্ট করেছে অস্ট্রেলীয় মিডিয়া ফক্স স্পোর্টস। তারা লিখেছে, ‘ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের ভেন্যু এমন এক জায়গায় সরে যাচ্ছে, যেখানে রবিচন্দ্রন অশ্বিনের বোলিং গড় ১২.৫০!’
ফক্স স্পোর্টস এই টুইট করে অস্ট্রেলীয় দলকে স্পিনে দুর্বলতার কথা মনে করিয়ে দিয়েছে। নাগপুরে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া তিন দিনের মধ্যে হেরেছে ইনিংস ও ১৩২ রানে। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে দিশাহারা অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে আত্মসমর্পণ করে অশ্বিনের অফ স্পিনের সামনে। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে ৫টি।
ফক্সের টুইট ইন্দোরে ভেন্যু সরে যাওয়ার খবরটা দিয়ে অস্ট্রেলীয় দলকে মনে করিয়ে দিয়েছে অশ্বিন জুজুই। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অশ্বিনের রেকর্ড দুর্দান্তই। এই মাঠে ২টি টেস্ট খেলে ৪ ইনিংসে ভারতীয় অফ স্পিনার নিয়েছেন ১৮ উইকেট। বোলিং গড় ১২.৫০। এর মধ্যে আছে দুটি ৫ উইকেট-কীর্তি। ১০ উইকেট আছে একবার।
এদিকে ফক্স ক্রিকেটের এই টুইটকে পাল্টা খোঁচা দিয়েছেন দিনেশ কার্তিক। তিনি নিজের টুইটারে লিখেছেন, ‘মনে হচ্ছে অস্ট্রেলীয় মিডিয়াই অন্যদের চেয়ে নিজেদের দলের সঙ্গে বেশি করে মনস্তাত্ত্বিক লড়াইয়ে বেশি মেতে উঠেছে।’