বাংলাদেশের বিপক্ষে আবরারকে একাদশে না রাখায় খেপেছেন আকমল

রাওয়ালপন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশে নেই আবরার আহমেদপিসিবি

বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। দলে থাকা একমাত্র স্পিনার আবরার আহমেদকে ম্যাচ অনুশীলনের জন্য ‘এ’ দলে পাঠানো হয়েছে। পাকিস্তান ‘এ’ দল ঘরের মাঠে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের সিরিজ খেলছে। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু হয়েছে আজ।

স্পিনার না রেখে বাংলাদেশের বিপক্ষে সর্বাত্মক পেস আক্রমণ নিয়ে খেলার পরিকল্পনা করা পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন দলটির সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমল।

আরও পড়ুন

২০১৯ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ অল-পেস অ্যাটাক নিয়ে টেস্ট খেলেছিল পাকিস্তান। এবার বাংলাদেশের বিপক্ষে স্পিনার হিসেবে খেলবেন শুধু অলরাউন্ডার আগা সালমান। কিন্তু কোনো বিশেষজ্ঞ স্পিনার না থাকার বিষয়টি মেনে নিতে পারছেন না আকমল।

আগামীকাল রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে আকমল পাকিস্তানের একাদশ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘জেসন গিলেস্পিকে (পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ) নিয়ে আমরা অস্ট্রেলিয়ান মানসিকতার কথা বলছি।’

আরও পড়ুন
পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল
টুইটার

আকমল এরপর প্রশ্ন  করেন, ‘অস্ট্রেলিয়া কি নাথান লায়নকে ছাড়া খেলতে পারে? ভারত কি (রবিচন্দ্রন) অশ্বিন বা রবীন্দ্র জাদেজাকে ছাড়া খেলবে? না, তারা সেটা করবে না। আপনার আবরার আছে। কিন্তু আপনি তার আত্মবিশ্বাসটাই গুঁড়িয়ে দিলেন।’

একাদশ গড়ায় ম্যানেজমেন্টের পক্ষপাতমূলক আচরণ দেখার অভিযোগও করেছেন আকমল, ‘ব্যক্তিগত পছন্দ আর অপছন্দের কারণে ছেলেটা (আবরার) ধ্বংস হয়ে গেল। তার ফিটনেস আর মাঠের বাইরের সমস্যা তুলে ধরা হয়েছে, এসব কারণে আপনারা ছেলেটাকে নষ্ট করলেন এবং পাকিস্তানের ক্ষতিও করলেন।’

আরও পড়ুন