‘ক্রেডিট নাফিসার’—বললেন সালাউদ্দিন
বিপিএলজুড়ে বিদেশি তারকায় রমরমা অবস্থা ছিল তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের। ডেভিড ম্যালান, মোহাম্মদ নবী থেকে শুরু করে মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, নাসিম শাহরা লিগ পর্বে কুমিল্লার হয়ে খেলে গেছেন। লিগ পর্বের শেষে কুমিল্লায় যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। বিপিএলের প্লে-অফে এই দুই তারকার সঙ্গে যোগ দিয়েছেন মঈন আলীও।
অথচ বিপিএলের নবম আসরে তারকা ক্রিকেটার পাওয়া যাবে কি না, এ নিয়ে শুরু থেকেই একটা শঙ্কা ছিল। মোটা অঙ্কের টাকা খরচ করে কুমিল্লা সে শঙ্কা দূর করেছে। সে জন্য ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিসা কামালকে ধন্যবাদ দিয়েছেন দলটির কোচ প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
তারকায় ঠাসা দল নিয়ে ফাইনাল ওঠার কৃতিত্বও নাফিসা কামালকে দিয়েছেন জাতীয় দলের সাবেক সহকারী কোচ। আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, ‘পার্থক্য হচ্ছে আমরা এবার যাঁদের দলে নিয়ে এসেছি, তাঁরা এর আগে আমাদের হয়ে খেলেছেন। তবে ক্রেডিট নাফিসার। এবারের বিপিএলে অন্যবারের চেয়ে অনেক বেশি টাকা লেগেছে।’
কিন্তু এত টাকা খরচ করে তারকা ক্রিকেটার এনে বাণিজ্যিকভাবে কতটা লাভবান হচ্ছে কুমিল্লা, সে আলোচনাও আছে। কী করলে ফ্র্যাঞ্চাইজিরও লাভবান হতে পারবে, এ ব্যাপারে জানতে চাইলে সালাউদ্দিন উত্তরে বলেছেন, ‘কী করলে ভালো হবে, এই পুরো সিস্টেমটা দুনিয়ার সবাই বোঝে। কিন্তু কিছু লোক বোঝে না। ২০-২৫ কোটি টাকা খরচ করছে একটা দল, কিছু তো রিটার্ন লাগবে।’