‘বিনোদনদায়ী’ ক্যারিয়ারে ব্রডের অভিনন্দনও পেলেন ওয়ার্নার
বিদায়বেলায় কম অভিনন্দন পাচ্ছেন না ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে গতকাল শেষ হওয়া সিডনি টেস্ট দিয়ে এ সংস্করণকে বিদায় বলেছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান। সতীর্থ, প্রতিপক্ষ, ক্রিকেট কিংবদন্তিরা দারুণ এক ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানাচ্ছেন ওয়ার্নারকে। তবে এর ভিড়ে স্টুয়ার্ট ব্রডের অভিনন্দন ওয়ার্নারের কাছে একটু ভিন্নই লাগার কথা!
ব্রডের বিপক্ষে ব্যাটিংটা মোটেও উপভোগ করতেন না ওয়ার্নার, কম করে বললেও এমন কিছুই বলতে হবে। ক্যারিয়ারে সাবেক ইংলিশ পেসারের বিপক্ষে যতবার আউট হয়েছেন, ওয়ার্নার যে আর কোনো বোলারের শিকারে এতবার পরিণত হননি।
টেস্ট ক্যারিয়ারে ১০ বছরে ৩১ ম্যাচে মুখোমুখি হয়ে ১৭ বার ব্রডের বলে আউট হয়েছেন ওয়ার্নার। শুধু টেস্ট নয়, আন্তর্জাতিক ক্যারিয়ারেই এখন পর্যন্ত ব্রডের চেয়ে অন্য কোনো বোলারের বলে বেশিবার আউট হননি তিনি।
২০১৯ সালের অ্যাশেজে ব্রড রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছিলেন ওয়ার্নারের জন্য। সেবার ১০ ইনিংস ব্যাটিং করে ৭ বারই ব্রডের বলে আউট হয়েছিলেন তিনি। সর্বশেষ অ্যাশেজেও তিনি ব্রডের শিকার তিনবার। গত ৫ বছরে ব্রডের বিপক্ষে ওয়ার্নারের ব্যাটিং গড় ছিল মাত্র ১১, এ সময়ে তিনি ব্রডের বলে আউট হয়েছেন ১২ বার!
টেস্ট ক্যারিয়ারে ওয়ার্নার কার বলে কতবার আউট
মুখোমুখি লড়াইয়ে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকার পরও ব্রড নিশ্চিতভাবেই জানেন, ওয়ার্নার কেমন ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে ওয়ার্নার যেভাবে ব্যাটিং করেছেন, আর কোনো অস্ট্রেলিয়ানই তো এমন লম্বা ক্যারিয়ারে এভাবে খেলতে পারেননি।
তাঁকে কীভাবে মনে রাখা হবে, এমন এক প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেছেন, ‘রোমাঞ্চকর ও বিনোদনদায়ী। যেভাবে খেলেছি, তাতে লোকের মুখে হাসি ফোটাতে পেরেছি বলে বিশ্বাস করি এবং আশা করি তরুণেরাও আমাকে অনুসরণ করবে। সাদা বল থেকে টেস্ট ক্রিকেট—এটাই আমাদের খেলার শীর্ষবিন্দু। তাই কঠোর পরিশ্রম করো এবং লাল বলের ক্রিকেট খেলো; কারণ, এটাও মজার।’
ব্রডও ওয়ার্নারের ক্যারিয়ারকে মনে করছেন ‘বিনোদনদায়ী’। অবসরের পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তাঁর সামনে দাঁড়ানো ওয়ার্নার হাসছেন, এমন একটি ছবি পোস্ট করে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সফলতম পেসার ব্রড লিখেছেন, ‘ডেভিড ওয়ার্নার, খুবই বিনোদনদায়ী এক টেস্ট ক্যারিয়ার। বিভিন্ন বছরে আমাদের দ্বৈরথ উপভোগ করেছি আমি। এসসিজিতে বিদায় বলাটা বিশেষ একটি ব্যাপার। অভিনন্দন বন্ধু।’
ব্রডের সে পোস্ট নিজের স্টোরিতে শেয়ার করে ওয়ার্নার লিখেছেন, ‘ধন্যবাদ, স্টুয়ার্ট ব্রড।’