২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভারতের উইকেট নিয়ে হিলির সমালোচনার জবাবে যা বললেন অশ্বিন

ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনছবি: এএফপি

ভারত-অস্ট্রেলিয়ার চার টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার দৌড়ে দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ। মাঠের খেলা শুরুর আগেই দুই দেশের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের কথার লড়াই শুরু হয়ে গেছে। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান ইয়ান হিলির ‘খোঁচা’র জবাবে তির্যক মন্তব্য করেছেন রবিচন্দ্রন অশ্বিন।

গত সপ্তাহে সেন ট্র্যাক রেডিওর অনুষ্ঠানে হিলি বলেন, ভারত ভালো উইকেট বানালে অস্ট্রেলিয়ার জেতার সুযোগ আছে, ‘আমি মনে করি যদি তারা ভালো উইকেট (পিচ) বানায়, যেটা ব্যাটিংয়ের জন্য ভালো এবং স্বাভাবিকভাবে স্পিন ধরবে, তাহলে অস্ট্রেলিয়া জিতবে।’

আরও পড়ুন

হিলি এরপর যোগ করেন, ‘প্রথম টেস্টে আমি মিচেল স্টার্ক এবং নাথান লায়নের জন্য চিন্তিত। কারণ ওরা যদি বাজে উইকেট দেয়, যেটা আমরা সর্বশেষ সিরিজে (২০১৬-১৭) দেখেছি, যেখানে বল হাস্যকরভাবে লাফিয়ে ওঠে, প্রথম দিন থেকে নিচু হতে থাকে, তাহলে ভারত আমাদের চেয়ে ভালো করবে।’ এর আগে ভারতের উইকেট নিয়ে ভাবনার কথা জানান অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, উসমান খাজা আর মারনাস লাবুশেনরাও।

উইকেট নিয়ে অস্ট্রেলিয়ানদের মন্তব্যে চটেছেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে ডানহাতি এ বোলিং অলরাউন্ডার বলেন, ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে ইয়ান হিলি কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারত নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে অস্বস্তিতে ফেলবে। (ভারতে) আমরা যে ধরনের উইকেট পেয়ে থাকি, তার কাছাকাছি উইকেটও অস্ট্রেলিয়া আমাদের দেয় বলে আমি বিশ্বাস করি না।’

আরও পড়ুন

অশ্বিন এরপর বলেন, ‘তাঁর কথাটা শুধু অস্ট্রেলিয়ার ক্ষেত্রেই খাটে। এ বিষয়ে সাপোর্ট স্টাফদের মতামত থাকতে পারে। তবে ইয়ান হিলির এই মন্তব্যটি (আমাদের মধ্যে) স্ফুলিঙ্গের সৃষ্টি করেছে। এটা বোর্ডার-গাভাস্কার ট্রফি। এই স্ফুলিঙ্গটা দরকার ছিল। ঠিক কি না?’

ভারতের উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আলোচনার বিষয়ও টেনেছেন অশ্বিন, ‘এ বিষয়ে অস্ট্রেলিয়ান ক্যাম্প থেকে কথা আসবে, নিশ্চিত। আমরা দেখেছি স্টিভ স্মিথ এবং উসমান খাজারা কথা বলেছেন। এমনকি মারনাস লাবুশেন এবং ম্যাট রেনশও বিতর্কিত কথা বলেছেন। রেনশ বলেছেন, ভারতে খেলার আগে কিছু বিষয় বিশ্লেষণ করা দরকার যেমন নতুন বল কে হাতে নিচ্ছে।’

অস্ট্রেলিয়ার জন্য ভারত নিজেদের অনুকূলে উইকেট কেন বানাবে, সেই ব্যাখ্যা দিয়ে অশ্বিন বলেন, ‘এই কন্ডিশন আমাদের চেনাজানা। আমরা নিজেদের মতো করে ব্যবহার কেন করব না? ঠিক যেভাবে ওরা এই সফরের জন্য নর্থ সিডনি ওভালে প্রস্তুতি নিয়েছে, ব্যাপারটা তো তেমনই।’

আরও পড়ুন