শূন্যে শূন্যে রোহিতের রেকর্ড

আইপিএলে এখন রোহিতের ডাক ১৮টিবিসিসিআই

এত বেশি মারেন— তার নামই হয়ে গেছে হিটম্যান। চার-ছক্কা হাঁকাতে রোহিত শর্মার খ্যাতি তো  সবারই জানা। তবে যিনি আকাশে চড়েন, তাঁকে তো মাটিতেও নেমে আসতে হয়। রোহিত শর্মাই যেমন, শূন্যের রেকর্ডে এখন সবার ওপরে উঠে গেছে তাঁর নাম।

আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ১৮টি করে শূন্য আছে তিন ব্যাটসম্যানের। এর মধ্যে আছেন রোহিতও— বাকি দুজন দিনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েল। এক জায়গায় অবশ্য বাকিদের চেয়ে কিছুটা এগিয়ে আছেন ভারতীয় ওপেনার। রেকর্ড ১৮তম ‘হাঁস’ শিকারে তাঁকেই যে সবচেয়ে ইনিংস খেলতে হয়েছে।

গ্লেন ম্যাক্সওয়েলও ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন আইপিএলে
ফাইল ছবি

মুম্বাই ও ডেকান চার্জার্সের হয়ে আইপিএলে ২৫৮ ম্যাচের ২৫৩ ইনিংসে মাঠে নেমে ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। ম্যাক্সওয়েলই তিনজনের মধ্যে সবচেয়ে কম ১২৯ ইনিংসে খেলেছেন। কার্তিকের ১৮ শূন্য ২৩৪ ইনিংসে। এই তিনজনের পর আছেন পিয়ুশ চাওলা ও সুনীল নারাইন। তাঁরা দুজনই ১৬টি করে ‘হাঁস’ শিকার করেছেন

আরও পড়ুন

শূন্যে তো যৌথভাবে সবার ওপরে, রানেও ওপরের দিকেই আছেন রোহিত। আইপিএলে ২৫৩ ইনিংসে ব্যাট হাতে নেমে ২৯.৫৮ গড় ও ১৩১.০৪ স্ট্রাইক রেটে ৬৬২৮ রান করেছেন তিনি। রানে তাঁর ওপরে আছেন শিখর ধাওয়ান (৬৭৬৯) ও বিরাট কোহলি (৮০৬৩)। কোহলিকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রোহিতের নেই বললেই চলে। তবে শূন্যের রেকর্ডে সবার ওপরে উঠে যাওয়ার শঙ্কা এখন তাঁর হতেই পারে।

আরও পড়ুন