পাকিস্তান ম্যাচের আগে রোহিতের হাতে চোট
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, যে ম্যাচে জয় পাওয়াটা শুধু মর্যাদাকরই নয়, সুপার এইটে ওঠার জন্যও গুরুত্বপূর্ণ। আর এমন ম্যাচের আগে কিনা চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা!
আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। গতকাল একই মাঠে নেট অনুশীলনে ব্যাটিং করতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন রোহিত। এশিয়ান নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, আঙুলে ব্যথা পাওয়ার পর হাত থেকে গ্লাভস খুলে ফেলেন ভারত অধিনায়ক। পাশে থাকা দলের মেডিকেল বিভাগের কর্মকর্তা ও ফিজিও ছুটে যান। প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে রোহিতের চোটে ভারতীয় সমর্থকদের দুশ্চিন্তায় পড়ার যথেষ্ট কারণ আছে। তিন দিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বল লাগায় হাতে ব্যথা পেয়েছিলেন রোহিত। যে কারণে মাঠও ছেড়ে যেতে হয়েছিল তাঁকে। এখন আবার আঙুলে। তবে গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে। কারণ, পরেও অনুশীলন চালিয়ে গেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ভারতের জন্য যে কোনো সময়ই মর্যাদার লড়াই। তবে যুক্তরাষ্ট্রের কারণে এবারের লড়াইয়ে বাড়তি মাহাত্ম্য যোগ হয়েছে। ‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। আর একটি ম্যাচ জিতলেই সুপার এইট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের। কারণ, পাঁচ দলের গ্রুপ থেকে পরের ধাপে যেতে পারবে দুটি। এ ক্ষেত্রে পাকিস্তানই বেশি ঝুঁকিতে আছে। যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ায় বাবর আজমরা এখন সুপার এইটের জন্য ‘ডু অর ডাই’ পরিস্থিতির কাছাকাছি।
ভারত নিজেদের প্রথম ম্যাচটি জিতলেও নির্ভার থাকার সুযোগ নেই। আজ পাকিস্তান জিতে গেলে রোহিত-বাবরদের পয়েন্ট সমান হয়ে যাবে। সুপার এইটে ওঠার লড়াইটাও হয়ে পড়বে সমান্তরাল।
এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচে রোহিতকে মাঠে দেখার অপেক্ষায় ভারত।