‘আমার হৃদয় বলছে পাকিস্তান, কিন্তু...’
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার রেণু উড়তে থাকে অনেক আগে থেকেই। যখন ম্যাচটির সূচি তৈরি হয়, তখন থেকেই শুরু হয়ে যায় দুই দেশের সাবেকদের কথার লড়াই, অনুমানের পালা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিও এর ব্যতিক্রম নয়।
দেখতে দেখতে ভারত-পাকিস্তান ম্যাচে চলে এসেছে একদম কাছে। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। স্বাভাবিকভাবেই এ ম্যাচ নিয়ে উত্তেজনা এখন চরমে।
এবারের ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে পাকিস্তান দল একটু কোণঠাসাই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটিতে যে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে তারা। এমন একটি সময়ে এ ম্যাচের ফল নিয়ে অনুমান করতে গিয়ে একটু যেন মানসিক দ্বিধায় পড়ে গেছেন পাকিস্তানের সাবেকরা।
স্টার স্পোর্টসে ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে কথা বলেছেন পাকিস্তানের দুই সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। কোন দলকে এগিয়ে রাখবেন—এমন প্রশ্নের উত্তরে ওয়াকার পরিস্থিতি বিবেচনা করে কথা বলেছেন।
ওয়াকারের কথা ছিল এ রকম, ‘আমার হৃদয় বলছে পাকিস্তান। কিন্তু এই টুর্নামেন্টে এখন পর্যন্ত নিউইয়র্কের পিচ যেমন দেখেছি, এটা ফাস্ট বোলারদের জন্য। তাই শুধু নিউইয়র্কের পিচের জন্যই আমি দুই দলের সমান সম্ভাবনা দেখছি।’
ভারত-পাকিস্তান ম্যাচের ফেবারিট বেছে নিতে গিয়ে ওয়াসিম আকরাম পরিস্থিতি বিবেচনায় ভারতকেই কিছুটা এগিয়ে রাখছেন। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার বলেছেন, ‘আমরা যদি ভারতের ফর্মের দিকে তাকাই, ভারতই ভালো দল। ভালো দল বলে তারাই ফেবারিট হিসেবে ম্যাচটি খেলতে নামবে।’
আকরাম এরপর যোগ করেছেন, ‘আমি ভারতকে ৬০ শতাংশ দেব, পাকিস্তানকে ৪০ শতাংশ। কিন্তু এটা টি-টোয়েন্টি। একটি ভালো ইনিংস, একটি ভালো স্পেল দ্রুতই খেলা বদলে দিতে পারে। আমি মনে করি, টুর্নামেন্টের সেরা এ ম্যাচটির জন্য সবাই উন্মুখ হয়ে আছে।’