ধোনির ৭ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত ভারতের

মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ডফাইল ছবি

বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সামনে আর কোনো ভারতীয় ক্রিকেটারকে এ জার্সি পরে দেখা যাবে না, এমনটা জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘তরুণ ক্রিকেটার ও বর্তমান ভারতীয় দলের খেলোয়াড়দের এম এস ধোনির ৭ নম্বর জার্সি না নিতে বলা হয়েছে। বিসিসিআই ধোনির টি-শার্ট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁর অবদানের জন্য। নতুন কোনো খেলোয়াড় ৭ নম্বর নিতে পারবে না এবং ১০ নম্বর আগে থেকেই তালিকায় নেই।’

আরও পড়ুন

শচীন টেন্ডুলকারের সম্মানে এর আগে ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই; যদিও সে সিদ্ধান্ত এসেছিল বিতর্ক তৈরি হওয়ার পর। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক সিরিজে ১০ নম্বর জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকদের ট্রলের শিকার হয়েছিলেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর। এরপর সেই জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই, শার্দুলও পরে জার্সি নম্বর বদলে ফেলেন।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান ধোনি
এএফপি

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জেতানো সাবেক অধিনায়ক ধোনি। তিন সংস্করণ মিলিয়ে ভারতের হয়ে ৫৩৮টি ম্যাচ খেলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেট খেললেও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলে যাওয়ার কথা গত মৌসুমের ফাইনাল শেষে আরেকবার জানান ৪২ বছর বয়সী ধোনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রতিবেদনে ধোনির ৭ নম্বর জার্সি তুলে রাখার কথা বলা হলেও সেটি যে পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য, তা আলাদা করে বলা হয়নি। ভারতের নারী দলের এখনকার অধিনায়ক হারমানপ্রীত কৌর ৭ নম্বর জার্সি পরেন।

আরও পড়ুন

এমনিতে আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় ১ থেকে ১০০-এর মধ্যে যেকোনো নম্বর জার্সিতে ব্যবহারের ক্ষেত্রে বেছে নিতে পারেন। তবে ভারত দলে ৬০টির বেশি নম্বর এ মুহূর্তে ব্যবহৃত হচ্ছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘একজন খেলোয়াড় যদি বছরখানেক ধরেও দলের বাইরে থাকে, আমরা তার নম্বর অন্য কাউকে দিই না। ফলে সম্প্রতি অভিষেক করা কোনো খেলোয়াড়ের জন্য বেছে নেওয়ার ক্ষেত্রে আসলে ৩০টির মতো নম্বর থাকে।’  

এ বছরের শুরুতে অভিষেক হওয়া যশস্বী জয়সোয়াল যেমন ১৯ নম্বর জার্সি বেছে নিতে চেয়েছিলেন। তবে সেটি ব্যবহার করেন দীনেশ কার্তিক। ভারতের হয়ে নিয়মিত না খেললেও অবসর নেননি বলে কার্তিকের ১৯ নম্বর জার্সি নিতে পারেননি জয়সোয়াল। শেষ পর্যন্ত তিনি বেছে নেন ৬৪ নম্বর জার্সি।

ক্রিকেটে জার্সি তুলে রাখার ঘটনা আছে অন্য দেশেও। ২০১৪ সালে মারা যাওয়া ফিলিপ হিউজের সম্মানে ৬৪ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।