যে প্রশ্নের উত্তর খুঁজছেন লিটনও
সাকিব আল হাসান বিশ্রামে। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। অধিনায়ক হিসেবে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে তাই লিটনকে আসতেই হতো। আর ব্যাটসম্যানদের প্রতিনিধি হিসেবে লিটনকে বাংলাদেশ দলের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হতো। লিটন নিজেও রানে নেই। সব মিলিয়ে তাঁকে কিছু কঠিন প্রশ্নের উত্তর দিতেই হতো।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ঘটেছেও ঠিক তা-ই। রানখরা নিয়ে প্রশ্নে লিটনের উত্তর, ‘আমি চেষ্টা করছি, প্র্যাকটিস করছি, কীভাবে সমস্যার সমাধান করা যায়। আশা করছি, তাড়াতাড়ি কামব্যাক করতে পারব।’ আত্মবিশ্বাসর ঘাটতিতে ভুগছেন কি না, এমন প্রশ্নে লিটনের উত্তর, ‘আত্মবিশ্বাসের বিষয় না। প্র্যাকটিস করছি, দেখা যাক কী করতে পারি।’
এ বছর ওয়ানডে ক্রিকেটে লিটন ১৫ ইনিংসে রান করেছেন ৩৩২, গড় ২৫.৫৩, স্ট্রাইক রেট ৮৯.৯৭। সর্বশেষ ৯ ম্যাচে ফিফটি করেছেন একটি, গড় ২২.৩৭। রানখরা কাটিয়ে ওঠার জন্য যেটা দরকার, সেই অনুশীলনের সুযোগ অবশ্য পাচ্ছেন না লিটন। বৃষ্টির কারণে গতকাল অনুশীলন করতে পারেননি বাংলাদেশ দল। আজও মিরপুরে বাংলাদেশ দল নামার পর থেকেই বৃষ্টি হচ্ছে।
নিউজিল্যান্ডের পেস আক্রমণ সামলানোর প্রস্তুতি কেমন নিয়েছে বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তর লিটন বলেন, ‘কাজ করার তো সুযোগ নেই। যা করার মানসিকভাবে করতে হয়েছে, মাইন্ড গেম খেলতে হয়েছে। দেখি কতটুকু সফল হওয়া যায়। টেকনিক্যালি তো কিছু করতে পারিনি, গত কিছুদিন অনুশীলন করতে পারিনি। জানি না আজও কতটুকু প্র্যাকটিস করতে পারব। হয়তো প্র্যাকটিস ছাড়াই মূল ম্যাচে খেলা লাগতে পারে। এটা মানসিকতার খেলা।’ লিটন পেসারদের প্রসঙ্গে কিউইদের স্পিন আক্রমণের কথাও মনে করিয়ে দিলেন, ‘ওদের স্পিনও ভালো, কোয়ালিটি স্পিনারও কিন্তু আছে।’
তবে পেশাদার ক্রিকেটারের কাজ প্রতিবন্ধকতার সঙ্গে মানিয়ে নিয়ে সমাধান খুঁজে বের করা। বাংলাদেশ দলকে সেটাই করতে হবে। আর যখন বাংলাদেশ তাদের ঘরের মাঠে খেলছে, তখন প্রত্যাশা থাকবে সিরিজ জয়ের। লিটনের লক্ষ্যও এর চেয়ে কম কিছু না, ‘আমি যখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিন শেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড়কে পারফর্ম করতে চাইবে। একদিনে সবাই পারফর্ম করবে না, হয়তো দু–একজন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে, দিন থাকবে, সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।’
নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা তরুণ পেসার তানজিম হাসান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমালোচনা হচ্ছে। লিটনের সংবাদ সম্মেলনেও উঠে আসে সে প্রসঙ্গ। যদিও লিটন সেটিকে এড়িয়ে যান আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার অজুহাত দিয়ে, ‘এখন এত পরিমাণে খেলা, সোশ্যাল মিডিয়া দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রত্যেক খেলোয়াড়েরই নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে, পরিবারকে সময় দেয়। আমার মনে হয় না কোনো খেলোয়াড়কে এসব প্রভাবিত করে।’
লিটনের কথাই যেন সত্যি হয়, নতুন একটি সিরিজের আগে বাংলাদেশ দলের সমর্থকেরা নিশ্চয়ই এটাই চাইবেন।