আইপিএলে নিজের রেকর্ড কি ভাঙতে পারবেন মোস্তাফিজ
চার ম্যাচে ৯ উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ বা বেগুনি টুপিটা ফেরত পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে টুর্নামেন্ট শেষে বাংলাদেশের বাঁহাতি পেসারের সর্বোচ্চ উইকেটশিকারি থাকার সম্ভাবনা খুবই কম। এ মাসের শেষেই যে দেশে ফিরতে হবে তাঁকে।
সর্বোচ্চ উইকেটশিকারি না হতে পারুন, মোস্তাফিজের সম্ভাবনা আছে আইপিএলে নিজের উইকেটশিকারের রেকর্ড ভাঙার। আইপিএলের এক টুর্নামেন্টে কাটার মাস্টার সর্বোচ্চ ১৭ উইকেট পেয়েছিলেন ২০১৬ সালে। সেটা ছিল তাঁর অভিষেক মৌসুম। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেই বছর ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজ। মোস্তাফিজ কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে?
কাজটা কঠিন। কারণ, মোস্তাফিজের হাতে আছে আর মাত্র চারটি ম্যাচ। বিসিবির দেওয়া অনাপত্তিপত্রের শর্তানুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকতে পারবেন মোস্তাফিজ। ওই সময়ের মধ্যে মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস খেলবে মুম্বাই ইন্ডিয়ানস (১৪ এপ্রিল), লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (১৯ ও ২৩ এপ্রিল), সানরাইজার্স হায়দরাবাদের (২৮ এপ্রিল) বিপক্ষে। মোস্তাফিজ চারটি ম্যাচেই একাদশে থাকবেন কি না, সেটিও একটা প্রশ্ন। ওই চার ম্যাচে দুটি চেন্নাই খেলবে নিজেদের মাঠে।
মোস্তাফিজ যদি চারটি ম্যাচই খেলার সুযোগ পান, তবে ঐকিক নিয়মের হিসাবে নিজের রেকর্ড ভাঙারই কথা তাঁর। প্রথম চার ম্যাচে ৯ উইকেট পাওয়া মোস্তাফিজ একই তালে এগোলে পরের চার ম্যাচ শেষে তো ১৮ উইকেট হতেই পারে। কিন্তু ক্রিকেট তো আর অঙ্কের নিয়ম মেনে চলে না। মোস্তাফিজ শেষ চার ম্যাচে ৯ উইকেটের বেশিও পেতে পারেন, আবার কোনো উইকেট না–ও পেতে পারেন।
এবার মোস্তাফিজ ৯ উইকেটের ৮টিই পেয়েছেন চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। নিজের রেকর্ড ভাঙতে লক্ষ্ণৌ ও হায়দরাবাদের বিপক্ষে ‘হোম’ ম্যাচ দুটিই বড় ভরসা হবে তাঁর। চেন্নাইয়ের উইকেট যে দারুণভাবে মানিয়ে গেছে মোস্তাফিজের বোলিংয়ের সঙ্গে।
অভিষেক মৌসুমে ১৭ উইকেট নেওয়ার পর মোস্তাফিজ আইপিএলে আর একবারই উইকেটসংখ্যায় দুই অঙ্ক ছুঁয়েছিলেন। ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ১৪ উইকেট পেয়েছিলেন তিনি।
আইপিএলে সব মিলিয়ে ৫২ ম্যাচ খেলে মোস্তাফিজ উইকেট পেয়েছেন ৫৬টি।