বিশ্বকাপ গ্যালারিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে মানা পুলিশের
অস্ট্রেলিয়া–পাকিস্তান ম্যাচে পাকিস্তান সমর্থককে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলতে না দিয়ে আলোচনায় এক ভারতীয় পুলিশ। এ নিয়ে সেই সমর্থকের সঙ্গে পুলিশ সদস্যের বেশ তর্কও হয়েছে। পুরো ঘটনাটি ভিডিও করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার মমিন সাকিব। পরে সাকিবের ভিডিওর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’।
সাকিবের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরা এক সমর্থক পুলিশকে বলেছেন, ‘ভারত মাতা কি জয় বলতে পারলে পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে না কেন?’ তখন সেই পুলিশ সদস্য বলেন, ‘ভারত মাতা কি জয় ভালো, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ ভালো না।’ তখন সেই সমর্থক প্রত্যুত্তরে বলেন, ‘কেন নয়? পাকিস্তান থেকে এসেছি, পাকিস্তান খেলছে, তাহলে পাকিস্তান জিন্দাবাদ না বলে কী বলব?’
এরপর সেই সমর্থক ফোন বের করে বলেন, ‘আমি একটি ভিডিও বানাব। আপনি আমাকে আনুষ্ঠানিকভাবে বলেন যে আমি পাকিস্তান জিন্দাবাদ বলতে পারব না।’ কিন্তু তখন আর উত্তর দেননি পুলিশ সদস্য। এরপর সমর্থকটি একাধিকবার সেই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে কথা বলতে বলার পরও মুখ খোলেননি সেই সদস্য। একপর্যায়ে তিনি ওই জায়গা থেকে সরে যান।
সেই ভিডিও পোস্ট করে সাকিব লিখেছেন, ‘এটা দেখা হতাশার এবং স্তব্ধ করার মতো যে খেলার মধ্যে দর্শকদের “পাকিস্তান জিন্দাবাদ” বলে হর্ষধ্বনি দিতে দেওয়া হচ্ছে না। এটা খেলাটির (চেতনা) বিরোধী।’
সাকিবের এই পোস্টের নিচে পাকিস্তান সমর্থকদের পাশাপাশি অনেক ভারতীয় নাগরিকও এই ঘটনার প্রতিবাদ করেছেন। এক ভারতীয় লিখেছেন, ‘একজন ভারতীয় হিসেবে এই ধরনের আচরণে আমি হতাশ।’ অঙ্কুশ চৌধুরী নামে আরেক ভারতীয় নাগরিক লিখেছেন, ‘আমি একজন ভারতীয়। কিন্তু এটা একেবারেই ঠিক হয়নি।’
মারিয়াম আইজাজ নামে এক পাকিস্তানি নাগরিক লিখেছেন, ‘সত্যি কথা বলতে এই মুহূর্তে পাকিস্তানের উচিত বিশ্বকাপ বয়কট করা। কারণ, সম্মানই সবকিছু।’