২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পৌরসভা নির্বাচন, তাই পাল্টানো হলো আইপিএল ম্যাচের সূচি

আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের একটি ‘হোম’ ম্যাচের সূচি পাল্টানো হয়েছেছবি: আইপিএল

আইপিএলের সূচি অনুযায়ী, আগামী ৪ মে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের। কিন্তু লক্ষ্ণৌ পৌরসভা নির্বাচনের কারণে এই ম্যাচের সূচি পাল্টানো হয়েছে। একদিন এগিয়ে ৩ মে নতুন করে নির্ধারণ করা হয়েছে ম্যাচের সূচি। আইপিএলের ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি জানানো হয়।

অফিশিয়াল বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের ৪৬তম ম্যাচটি হবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ও চেন্নাই কিংসের মধ্যে। লক্ষ্ণৌয়ে এই ম্যাচের তারিখ ঠিক করা ছিল ৪ মে ২০২৩। কিন্তু নতুন করে ৩ মে নির্ধারণ করা হয়েছে এ ম্যাচের সূচি। লক্ষ্ণৌয়ে পৌরসভা নির্বাচনের কারণে ম্যাচটি ৩ মে-তে নিয়ে আসা হয়েছে। তবে ম্যাচ শুরুর সময় পাল্টানো হয়নি।’

ম্যাচটির সূচি পাল্টানোর কারণে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের খেলোয়াড়েরা তখন বিশ্রামের জন্য খুব বেশি সময় পাবেন না। ১ মে ঘরের মাঠে বেঙ্গালুরুর মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। চেন্নাইয়ের খেলোয়াড়েরা লক্ষ্ণৌর চেয়ে বিশ্রামের বেশি সময় পাবেন। ৩০ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলে ৪ মে মাঠে নামবে চেন্নাই। নির্বাচনের কারণে আইপিএলের সূচি এই প্রথম পাল্টানো হয়নি। ২০১৪ আইপিএল শুরু হয়েছিল আরব আমিরাতে। নির্বাচন শেষে সেই সংস্করণের বাকি অংশ ভারতে ফিরিয়ে আনা হয়। ৪ মে লক্ষ্ণৌ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।