১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েও পাকিস্তানের বিপক্ষে দিনটি প্রোটিয়াদের

টেন্ডা বাভুমা ও রায়ান রিকেলটন (ডানে)। দুজনেই করেছেন সেঞ্চুরিএএফপি

টসে জিতে ব্যাটিং নেওয়ার পর মন খারাপ হতে খুব একটা সময় লাগেনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার। ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই অনেকটা এলোমেলো হয়ে গিয়েছিল দলের ইনিংস। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ হয়তো ‘গুড টস টু লুস’ ভেবে মনে মনে হাসছিলেন!

কিন্তু শান মাসুদের হাসি ম্লান করে কেপটাউনে আজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা ও ওপেনার রায়ান রিকেলটন। দুজনের সেঞ্চুরিতে দিনের খেলা শেষ হওয়ার আগে ৪ উইকেটে ৩১৬ রান তুলেছে প্রোটিয়ারা।

বাভুমা ১৭৯ বলে ৯ চার ও ২ ছয়ে ১০৬ রান করে আউট হলেও ১৭৬ রানে অপরাজিত আছেন রিকেলটন। এই রান তিনি করেছেন ২৩২ বল খেলে, মেরেছেন ২১টি চার ও একটি ছয়। চতুর্থ উইকেটে বাভুমাকে নিয়ে তুলেছেন ২৩৫ রান।

১৭৬ রান করে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন রিকেলটন
এএফপি

বাভুমা আউট হওয়ার পর ডেভিড বেডিংহামকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেন রিকেলটন। দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট নিয়েছেন পাকিস্তানের তিন বোলার মিলে। ৫৫ রানে ২ উইকেট নিয়েছেন অফস্পিনার সালমান আগা। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদ। চোটে পড়ায় এই টেস্টে আর খেলতে পারবেন না পাকিস্তানের অলরাউন্ডার সাইম আইয়ুব।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮০ ওভারে ৩১৬/৪ (মার্করাম ১৭, রিকেলটন ১৭৬*, বাভুমা ১০৬, বেডিংহাম ৪*; সালমান আগা ২/৫৫, আব্বাস ১/৫১, শেহজাদ ১/৬৯)। —প্রথম দিন শেষে