বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রিয়াল মাদ্রিদের ‘অভিষেক’

অ্যাডিডাসের তৈরি ভারতের নতুন টেস্ট জার্সি অনেকটাই রিয়াল মাদ্রিদের জার্সির মতোছবি: টুইটার

৭ জুন ওভালে টেস্ট অভিষেক হচ্ছে রিয়াল মাদ্রিদের!

এমন অদ্ভুত কথায় বিরক্ত হতে পারেন অনেকে। বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের প্রসঙ্গটাই–বা আসছে কেন এখানে! ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। টেস্ট ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াই। এখানে রিয়াল মাদ্রিদের কথা আসছে কেন!

ভারতীয় ক্রিকেটের এক নতুন সময়ের শুরু হয়ে গেছে এরই মধ্যে। বিশ্বখ্যাত ক্রীড়াসামাগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস সম্পৃক্ত হয়েছে ভারতীয় ক্রিকেটে। ভারতীয় ক্রিকেট দলের জার্সি এখন থেকে হবে অ্যাডিডাস ব্র্যান্ডের। কিছু দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ বেশ ঘটা করেই জানিয়েছে সুখবরটা। আগামী পাঁচ বছর বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমান গিলদের খেলার মাঠের যাবতীয় পরিধেয় তৈরি ও সরবরাহ করবে জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

রিয়াল মাদ্রিদের প্রসঙ্গটা আসছে এ কারণেই। ৭ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশ করেছে অ্যাডিডাস। সেই টেস্ট জার্সি যেন রিয়াল মাদ্রিদের জার্সি। সাদা টেস্ট জার্সির কাঁধে থাকছে নীল রঙের তিনটি স্ট্রাইপ। অ্যাডিডাসের পণ্যে যেমনটি থাকে। হঠাৎ করে নতুন জার্সিটির দিকে তাকালে যে কারওরই মনে হতে পারে এটি রিয়াল মাদ্রিদের জার্সি। তবে পরক্ষণেই জার্সির বুকে ইন্ডিয়া লেখাটা চোখে পড়লে ভ্রান্তিটা কাটবে। অ্যাডিডাসের তৈরি নতুন জার্সি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে প্রশংসার সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট ভক্তরা মজাও করছেন। রিয়াল মাদ্রিদের জার্সির সঙ্গে বিরাট কোহলিদের জার্সির মিল খুঁজে পেয়েছেন প্রায় সব ক্রিকেট অনুরাগীই।

আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের জার্সির সঙ্গে মিল আছে ভারতের টেস্ট জার্সির
ছবি: এএফপি

অ্যাডিডাস রিয়াল মাদ্রিদেরও জার্সি সরবরাহকারী। রিয়ালের জার্সির রংও সাদা। এই মৌসুমে তাদের জার্সিতেও কাঁধে হালকা পার্পল রঙের তিনটি স্ট্রাইপ আছে। যেমনটা অ্যাডিডাসের সব পণ্যে থাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের টেস্ট দলের যে সাদা জার্সি উন্মোচন করা হয়েছে, সেটির কাঁধে থাকছে নীলরঙা তিন স্ট্রাইপ। কলারের ডিজাইন ইত্যাদি মিলিয়ে সেটির সঙ্গে কেউ যদি রিয়াল মাদ্রিদের জার্সি মিলিয়ে থাকেন, তাহলে তাঁকে খুব বেশি দোষ দেওয়া যায় না।

আরও পড়ুন
রোহিত শর্মার পরনে অ্যাডিডাসের পুলওভার
ছবি: টুইটার

অ্যাডিডাসের তৈরি ভারতের নতুন জার্সি গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিন ধরনের জার্সি প্রকাশ করা হয়েছে। একটি টেস্ট, একটি ওয়ানডে ও অন্যটি টি–টোয়েন্টি দলের জার্সি। ইংল্যান্ডে অবস্থানরত ভারতীয় দলকে এর বাইরেও অনুশীলন জার্সি ও ট্র্যাকস্যুট, ট্রাউজার ইত্যাদি সরবরাহ করেছে অ্যাডিডাস। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে আগামী পাঁচ বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের পোশাক সরবরাহকারী হিসেবে বিসিসিআইকে ৩৫০ কোটি রুপি দিচ্ছে জার্মান প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন
অ্যাডিডাসের পুলওভার পরে বিরাট কোহলির সেলফি
ছবি: টুইটার

ফুটবলে অ্যাডিডাসের উপস্থিতি অনেক বেশি জোরালো। বিশ্বের শীর্ষ ফুটবল দলগুলোর জার্সি সরবারহকারী অ্যাডিডাস। আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, ইতালি, বেলজিয়াম, জাপানসহ বিশ্বের অনেক জাতীয় ফুটবল দলের জার্সি সরবরাহকারী তারা। শীর্ষ ক্লাবগুলোর মধ্যে আছে রিয়াল মাদ্রিদ ছাড়াও বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, রোমা, আয়াক্স আমস্টার্ডামের মতো ক্লাবগুলো। ১৯৭০ সাল থেকে বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল বলের জোগানদাতা অ্যাডিডাস।

ক্রিকেটে অ্যাডিডাসের উপস্থিতি সেভাবে দেখা যায় না। অতীতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দলের জার্সি সরবরাহ করেছে অ্যাডিডাস। ৩৫০ কোটি রুপির বিনিময়ে ভারতীয় দলের জার্সির সরবরাহকারী হওয়াটা ক্রিকেটে অ্যাডিডাসের সবচেয়ে বড় সম্পৃক্ততা—এটা বলাই যায়।