টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড
গত মাসে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে হৃদয় ভেঙেছিল আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে আর বেদনার গল্প নয়। ইউরোপিয়ান বাছাইয়ের শীর্ষ দুইয়ে অবস্থান নিশ্চিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আইরিশ ও স্কটিশরা।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ২০ দলের এই আসরে ১২টি দল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। যার মধ্যে আছে দুই স্বাগতিক দল, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আটটি দল এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ ও আফগানিস্তান দল।
বাকি আটটি দল চূড়ান্ত হবে পাঁচটি আঞ্চলিক বাছাই থেকে। যেখানে ইউরোপের জন্য বরাদ্দ দুটি জায়গা। ২৮ দল নিয়ে শুরু হওয়া ইউরোপীয় বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলছে ৭টি দল। একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হওয়ার এই পর্বে প্রথম চার ম্যাচ জিতে আট পয়েন্ট তুলে নিয়েছিল আয়ারল্যান্ড।
আজ স্টার্লিংদের পঞ্চম ম্যাচ ছিল জার্মানির বিপক্ষে। স্কটল্যান্ডের এডিনবরায় আয়ারল্যান্ড-জার্মানি ম্যাচটিতে একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেছে। ৫ ম্যাচে ৯ পয়েন্ট তোলার সুবাদে আইরিশদের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত। যে কারণে এক ম্যাচ হাতে থাকতেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড।
আইরিশদের কয়েক ঘণ্টা পর বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে স্কটল্যান্ড। প্রথম চার ম্যাচের সব কটিতে জেতা আইরিশরা পঞ্চম ম্যাচে ডেনমার্ককে হারায় ৩৩ রানে। ৫ ম্যাচে পুরো ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে তারা।
ইউরোপীয় বাছাইয়ের চূড়ান্ত পর্বে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ছাড়াও আছে জার্মানি, ইতালি, জার্সি, ডেনমার্ক ও অস্ট্রিয়া।