আইপিএল খেলা হচ্ছে না বুমরার
ক্রিকেটে যত দ্রুত সম্ভব ফিরতে চেয়েছিলেন যশপ্রীত বুমরা। কিন্তু শিগগিরই ফিরতে পারছেন না। ক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের এবারের মৌসুমে খেলা হচ্ছে না ভারতের এই তারকা পেসারের। গত বছরের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বুমরা পিঠে অস্ত্রোপচারের অনুমতি পাওয়ার পর তাঁর আইপিএলে না খেলার খবরটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক এই ওয়েবসাইট। ৩১ মার্চ শুরু হবে আইপিএলের নতুন মৌসুম।
পিঠে চোটের কারণে গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি বুমরা। ক্রিকইনফো জেনেছে, পিঠের এ চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি ভারতীয় পেসার। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে সেখানেও তাঁকে না দেখার সম্ভাবনাই বেশি। ৭ জুন ওভালে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে বুমরার চোটের পরিচর্যা করছে বিসিসিআইয়ের মেডিকেল দল। ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল দল বুমরাকে অস্ত্রোপচারের কথা বলেছে। পিঠের নিচের অংশে ব্যথা কোনোভাবেই কমাতে পারছেন না ২৯ বছর বয়সী এই পেসার। বুমরা ও জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখেই বুমরার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত আগস্টে পিঠের চোটে পড়ার পর কয়েকবার ক্রিকেটে ফেরার চেষ্টা করেছেন বুমরা। এশিয়া কাপেও খেলতে পারেননি। প্রাথমিকভাবে তাঁকে টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে রেখেছিলেন ভারতের নির্বাচকেরা।
সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও খেলেছিলেন ফিটনেস ঠিক রাখতে। কিন্তু কয়েক দিন পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি–টোয়েন্টি খেলতে পারেননি বুমরা। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে গিয়ে বুমরা পিঠের স্ক্যান করিয়ে জানতে পারেন, চোটটা গুরুতর। এরপরই বাদ পড়েন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে।
গত নভেম্বরে চোট থেকে ফিরে আসার পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করেন বুমরা। ডিসেম্বরে বোলিংও শুরু করেন। তখন ভারতের নির্বাচকদের মনে হয়েছিল, বুমরা ধীরে ধীরে উন্নতি করছেন। জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তাই তাঁকে রেখেছিলেন নির্বাচকেরা।
ফিটনেস নিয়ে কাজ করার সময় আবারও পিঠে ব্যথা অনুভব করায় তখন জানা যায়, নতুন করে চোট পেয়েছেন এই পেসার। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও বাদ পড়েন। ভারতের টিম ম্যানেজমেন্ট এখন চাইছে, বুমরা পুরোপুরি সুস্থ হয়েই মাঠে ফিরুন। তাঁকে নিয়ে তাড়াহুড়া করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।