পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড দলে উইল ইয়াং

নিউজিল্যান্ডের ক্রিকেটার উইল ইয়াংউইল ইয়াংয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচের আগে নিউজিল্যান্ডের স্কোয়াডে যোগ দেওয়া হচ্ছে না জস ক্লার্কসনের। কাঁধের চোটে পড়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। ডানেডিনে বুধবার অনুষ্ঠেয় এই ম্যাচে ক্লার্কসনের জায়গা নেবেন টপ অর্ডার ব্যাটসম্যান উইল ইয়াং।

তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনের জায়গায় খেলার কথা ছিল ক্লার্কসনের। অকল্যান্ডে গতকাল অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে অর্ধশতক পাওয়া উইলিয়ামসন এখনো হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। কিন্তু নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশ-এ সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ম্যাচে কাঁধে চোট পেয়ে বসেন ক্লার্কসন। রোববার দ্বিতীয় টি-টোয়েন্টির পর স্কোয়াডের সঙ্গে যোগ দেন ইয়াং।

আরও পড়ুন

ঘরোয়া টি-টোয়েন্টিতে ৯৭ ম্যাচে ২৬.৬২ গড়ে ১৪ অর্ধশতক, ২টি শতকসহ মোট ২২৯০ রান করেছেন ইয়াং। নিউজিল্যান্ডের হয়ে ১৪ টি-টোয়েন্টিতে ২০ গড়ে তাঁর রান ২৬০। দুটি অর্ধশতক পেলেও ঘরোয়া টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেটের (১৩৩.৮৩) তুলনায় এই সংস্করণে জাতীয় দলের হয়ে তাঁর স্ট্রাইক রেট বেশ কম (১০২.৩৬)। সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে শতক ও অর্ধশতক পাওয়ার পর দলে ডাক পেলেন ইয়াং। ওয়েলিংটনের বিপক্ষে ৩৩ বলে ৫০ রানের ইনিংস খেলে পরের ম্যাচেই ওটাগোর বিপক্ষে ৬৩ বলে ১০১ রানের দারুণ ইনিংস খেলেন এই ব্যাটসম্যান।

জস ক্লার্কসন
এনজেডসি

পাকিস্তানের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচের। সিরিজের শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড দলে ফিরবেন উইলিয়ামসন। ক্রাইস্টচার্চে ১৯ জানুয়ারি চতুর্থ ম্যাচ এবং ২১ জানুয়ারি পঞ্চম ও শেষ ম্যাচ। সোমবার ডানেডিন ছাড়বে নিউজিল্যান্ড দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪৬ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকেরা।

আরও পড়ুন

উইলিয়ামসনের অনুপস্থিতিতে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করার কথা ছিল স্পিনার মিচেল স্যান্টনারের। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রথম ম্যাচে স্যান্টনার খেলতে পারেননি। তৃতীয় ম্যাচের আগে স্যান্টনার সুস্থ হয়ে উঠতে না পারলে এই ম্যাচে কিউইদের অধিনায়কত্ব কে করবেন, সেটি আলোচনার জন্ম দিতে পারে। শুক্রবার পজিটিভ হওয়ার পর অকল্যান্ডে নিউজিল্যান্ড দলের হোটেলে আইসোলেশনে আছেন স্যান্টনার।