মুজিবের বদলে যে কারণে জাজাইকে নিল আফগানিস্তান
টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে মুজিব উর রেহমানের। আঙুলের পুরোনো চোটটাই কাল হয়ে দাঁড়াল! এই চোটের কারণে সর্বশেষ আইপিএলেও খেলতে পারেননি আফগানিস্তানের এই তারকা স্পিনার। উগান্ডার বিপক্ষে আফগানিস্তানের প্রথম ম্যাচে খেলেছিলেন ডানহাতি এই বোলার। কিন্তু ডান হাতের তর্জনি মচকে যাওয়ায় আফগানিস্তানের পরের দুই ম্যাচে আর মাঠে নামতে পারেননি।
আফগানিস্তান দলে মুজিবের পরিবর্তে ডাকা হয়েছে ওপেনার হজরতউল্লাহ জাজাইকে। গতকাল পাপুয়া নিউ গিনির বিপক্ষে আফগানিস্তানের জয়ের পর মুজিবের বিকল্প হিসেবে জাজাইয়ের দলে অন্তর্ভুক্তি অনুমোদন করে আইসিসির টেকনিক্যাল কমিটি। প্রশ্ন হচ্ছে, মুজিব তো স্পিনার, তাঁর জায়গায় একজন ওপেনার কেন নিল আফগানিস্তান?
এবার বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং উগান্ডার বিপক্ষে দারুণ করেছে আফগানিস্তানের ওপেনিং জুটি। দুটি ম্যাচেই এক শর বেশি রানের জুটি গড়েছেন ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। সুপার এইট নিশ্চিত করা আফগানিস্তান ব্যাটিংয়ের শক্তি বাড়াতেই দলে একজন বাড়তি ওপেনার নিয়েছে।
আরও একটি ব্যাপার হলো, জাদরান ও গুরবাজ দুজনেই ডানহাতি ব্যাটসম্যান। ওপেনিংয়ে ডানহাতি ও বাঁহাতির সমন্বয় থাকলে প্রতিপক্ষ দলের বোলারদের জন্য কাজটা আরেকটু কঠিন হয়ে ওঠে। তবে গত ফেব্রুয়ারির পর দেশের হয়ে টি–টোয়েন্টি খেলেননি ২৬ বছর বয়সী বাঁহাতি। তবে আগের দুটি বিশ্বকাপে খেলা জাজাইয়ের অভিজ্ঞতা আফগানিস্তানের কাজে লাগতে পারে। আন্তর্জাতিক টি–টোয়েন্টি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও তাঁর (১৬২*)।
আফগানিস্তানের হয়ে মুজিবের জায়গায় সর্বশেষ দুটি ম্যাচে খেলেছেন ১৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার নুর আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটশূন্য থাকলেও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১৪ রানে ১ উইকেট নিয়েছিলেন নুর।