আইপিএল থেকে কি বিদায় কার্তিকের
দিনেশ কার্তিক আনুষ্ঠানিকভাবে এখনো আইপিএল থেকে অবসরের ব্যাপারে কিছুই জানাননি। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৪ উইকেটে হারের পর যে দৃশ্যের অবতারণা হয়েছিল, তা দেখেই ব্যাপারটা আন্দাজ করে নেওয়া যায়। কাল সম্ভবত আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন কার্তিক। আইপিএলের অন্যতম সম্প্রচারকারী চ্যানেল জিও সিনেমা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তাঁর অবসরের ইঙ্গিত দিয়েছে।
৩৮ বছর বয়সী কার্তিক মৌসুম শুরুর আগে ইঙ্গিত দিয়েছিলেন এবারের আইপিএলই তাঁর শেষ। কাল এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের জয়ের পর হাতের গ্লাভস খুলে গ্যালারির দর্শকদের দিকে হাত তুলে অভিবাদনের জবাব দেন কার্তিক। বেঙ্গালুরু সতীর্থ বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ ডু প্লেসিকে জড়িয়েও ধরেন।
কোহলির নেতৃত্বে বেঙ্গালুরুর খেলোয়াড়েরা তাঁকে গার্ড অব অনারও দিয়েছেন। মাঠ ছাড়ার আগে গ্যালারির দর্শকদের দিকে এগিয়ে যান কার্তিক। কোহলি তখন একটু দূরে দাঁড়িয়ে করতালি দিচ্ছিলেন। দর্শকেরাও কার্তিককে করতালির অভিনন্দনে সিক্ত করেন। এক্সে জিও সিনেমার পোস্টে লেখা হয়, ‘১৬ বছর, ৬টি দল, অসংখ্য স্মৃতি। ধন্যবাদ ডিকে (দিনেশ কার্তিক)।’
আইপিএলে ২৫৭ ম্যাচে ৪৮৫২ রান করেছেন কার্তিক। ফিফটি ২২টি। আইপিএল ইতিহাসের শীর্ষ ১০ রানসংগ্রাহকদের একজন তিনি। ডিসমিসালের (২৩৫ ইনিংসে ১৭৪টি) তাঁর অবস্থান দুইয়ে। ১৯০ ডিসমিসাল নিয়ে শীর্ষে মহেন্দ্র সিং ধোনি। এবার ১৫ ম্যাচে ১৮৭ স্ট্রাইক রেটে ৩২৬ রান করেছেন কার্তিক। আইপিএলে এ পর্যন্ত ৬টি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেছেন কার্তিক। খেলছেন ২০০৮ সালের প্রথম সংস্করণ থেকে।
খেলার পাশাপাশি ধারাভাষ্যেও বেশ সুনাম কুড়িয়েছেন কার্তিক। বেঙ্গালুরুর বিদায়ের পর জিও সিনেমার সঙ্গে এ নিয়ে কথা বলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা, ‘অবশ্যই মাইক্রোফোন হাতে তার ক্যারিয়ার দীর্ঘ হবে। সে এ খেলা এবং আইপিএলের কত বড় তারকা! সে আজকে (গত রাতে) খুব আবেগপ্রবণ হবে। ক্যারিয়ার শেষ করা সহজ ব্যাপার নয়। আইপিএলে দর্শকদের সামনে, আরসিবির ঘুরে দাঁড়ানোর পর সেটা করতে পারা আসলে স্বপ্নের মতো। অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য অভিনন্দন ডিকে। মাইকের ওপাশে (ধারাভাষ্য) এখন তোমার জন্য অন্যকিছু অপেক্ষা করছে।’
এবার আইপিএল শুরুর আগে ভারতের বার্তা সংস্থা পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছিলেন, ‘২০২৪ সালের সংস্করণ হবে তার (দিনেশ কার্তিক) শেষ আইপিএল। আইপিএল শেষে সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ভাববে।’
ভারতের হয়ে সর্বশেষ ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন কার্তিক। অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জিতেছিল ভারত। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা কার্তিককে মনে রেখেছেন সাকিব–সৌম্যদের দুঃস্বপ্ন উপহার দেওয়ার কারণে। কলম্বোয় ২০১৮ সালে নিদাহাস ট্রফির ফাইনালের সেই স্মৃতি নিশ্চয় কেউ ভুলে যাননি!