সংখ্যায় সংখ্যায় ভারতের লজ্জা আর নিউজিল্যান্ডের গৌরবগাথা

ভারত–নিউজিল্যান্ড টেস্ট সিরিজ বহুদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরাবিসিসিআই
বেঙ্গালুরুর পর পুনে টেস্ট জিতে ভারতের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। আজ মুম্বাইয়ে সিরিজের শেষ টেস্টও জিতে ভারতীয়দের ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছে কিউইরা। এই সিরিজে রোহিত শর্মা-বিরাট কোহলিরা গড়েছেন আরও কিছু বিব্রতকর রেকর্ড। আর টম ল্যাথামের নেতৃত্বাধীন দলটা গড়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। সেসবই একনজরে দেখে নেওয়া যাক—

২–১

ঘরের মাঠে দ্বিতীয়বার টেস্ট সিরিজে ধবলধোলাই হলো ভারত। প্রথমবার ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ২ ম্যাচ সিরিজে। তবে তিন ম্যাচ সিরিজে ঘরের মাঠে এই প্রথম ধবলধোলাই হলো দলটি।

১০

টম ল্যাথামের আগে ভারতে গিয়ে টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হওয়া ১০ নিউজিল্যান্ড অধিনায়ক—হ্যারি কেভ, গ্রাহাম ডাউলিং, গ্লেন টার্নার, জন রিড, লি জার্মন, জন রাইট, স্টিফেন ফ্লেমিং, ড্যানিয়েল ভেট্টোরি, রস টেলর ও কেইন উইলিয়ামসন।

ট্রফি হাতে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম (বাঁয়ে)
বিসিসিআই

টেস্টে এ নিয়ে চতুর্থবার ২০০ রানের কম লক্ষ্য তাড়া করতে নেমে হারল ভারত।

টেস্টে ২০০ রানের কম তাড়া করতে নেমে ভারতের হার

টেস্টে ২০০ রানের কম লক্ষ্য দিয়ে নিউজিল্যান্ডের জয়

ক্যারিয়ারে প্রথমবার এক টেস্টে দুই ইনিংসেই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন বিরাট কোহলি। মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ৪ রান করে রানআউট হওয়ার পর আজ দ্বিতীয় ইনিংসে করতে পেরেছেন মাত্র ১ রান।

ব্যাট হাতে এর আগে কোনো টেস্ট ম্যাচ এতটা বাজে কাটেনি কোহলির
এএফপি

দেশের মাটিতে এ নিয়ে চতুর্থবার টানা তিনটি টেস্ট ম্যাচ হারল ভারত।

১২

টেস্টে ভারত এ নিয়ে ১২ বার ধবলধোলাই হলো। ১০ বার বিদেশে, ২ বার দেশে।

ডায়মন্ড ডাক ও গোল্ডেন ডাক

১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই টেস্টে ‘ডায়মন্ড ডাক’ (০ বলে ০) ও ‘গোল্ডেন ডাক’ (১ বলে ০) মেরেছেন ভারতের আকাশ দীপ। মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে কোনো বল খেলার আগেই হয়েছেন রানআউট, দ্বিতীয় ইনিংসে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই হয়েছেন বোল্ড।

বিব্রতকর বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের আকাশ দীপ
বিসিসিআই

এখন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

দেশের মাটিতে টেস্ট সিরিজে সবচেয়ে কম একবার করে ধবলধোলাই হওয়ার রেকর্ড ছিল ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার। ভারত আজ নিয়ে ঘরের মাঠে দ্বিতীয়বার ধবলধোলাই হলো। এখন রেকর্ডটা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার।

৩ নভেম্বর ও আরও কিছু কাকতালীয়

ভারতের মাটিতে এ নিয়ে দ্বিতীয়বার কোনো দল ১৫০-এর কম লক্ষ্য দিয়ে টেস্ট ম্যাচ জিতল। প্রথমবার ২০০৪ সালে, অস্ট্রেলিয়াকে ১০৭ রানের লক্ষ্য দিয়ে জিতেছিল ভারত। এবার সেই ভারতকেই ১৪৭ রানের লক্ষ্য দিয়ে জিতল নিউজিল্যান্ড। দুটি ম্যাচেরই ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

আরও পড়ুন

কাকতালীয়ভাবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট যেদিন শুরু হয়েছিল, এর ঠিক ২০ বছর পর আজ ভারত-নিউজিল্যান্ড টেস্ট শেষ হলো। মানে ৩ নভেম্বর ২০০৪ ও ৩ নভেম্বর ২০২৪!

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম বেশ কয়েকটি কাকতালীয় ঘটনার সাক্ষী
ফেসবুক

এখানেই বিস্ময়ের শেষ নয়। ২০ বছর আগে-পরের দুটি মুম্বাই টেস্টই ছিল নিয়মরক্ষার। মানে, ২০০৪ সালে মুম্বাই টেস্ট শুরুর আগেই অস্ট্রেলিয়া সিরিজ জিতে নিয়েছিল। এবার নিউজিল্যান্ডও আগেই সিরিজ জিতে নিয়েছে। এ সময়ের মধ্যে ভারত নিজেদের মাটিতে এক ম্যাচ বাকি থাকতেই কোনো সিরিজ হারেনি।

২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি দিয়ে গৌতম গম্ভীরের টেস্ট অভিষেক হয়েছিল। সেই গম্ভীর এখন ভারতের প্রধান কোচ।

ভারতকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করা আগে নিউজিল্যান্ড...

নিউজিল্যান্ডের এই দলই ভারতে ইতিহাস গড়েছে
বিসিসিআই

• ১৯৮৮ সালের পর ভারতে টেস্ট ম্যাচ জিততে পারেনি।
• ভারতে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি।
• ভারত কখনো নিজেদের মাটিতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়নি।
• নিউজিল্যান্ড কখনো ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিততে পারেনি।
• নিজেদের মাটিতে ভারত টানা ১৮ টেস্ট সিরিজ জিতেছিল। যেখানে অন্য কোনো দল ঘরের মাঠে টানা ১০টির বেশি টেস্ট সিরিজ জিততে পারেনি।
• ২০০৮ সালের পর নিউজিল্যান্ড উপমহাদেশে টেস্ট সিরিজ জিততে পারেনি।
• ২০১৮ সালের পর নিউজিল্যান্ড এশিয়া মহাদেশে টেস্টে সিরিজ জিততে পারেনি।
• নিউজিল্যান্ড ছিল একমাত্র দল, যারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতিহাসে দেশের বাইরে সিরিজ জিততে পারেনি।
• ভারত ছিল একমাত্র দল, যারা ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সব কটি সিরিজ জিতেছিল।
• ভারত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। নিউজিল্যান্ড শীর্ষ পাঁচেও ছিল না।
• ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার শীর্ষে ছিল।

ভারতের এক ভেন্যুতে সফরকারী বোলারের সর্বোচ্চ টেস্ট উইকেট

নিউজিল্যান্ডের হয়ে খেললেও এজাজ প্যাটেলের জন্ম মুম্বাইয়ে
বিসিসিআই