২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইংল্যান্ড এখন ‘ডাবল চ্যাম্পিয়ন’

৪৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন বেন স্টোকসছবি: শামসুল হক

জার্সির ডিজাইন দুটো আগেই প্রস্তুত ছিল। অপেক্ষা ছিল শুধু চূড়ান্ত মুহূর্তের। বেন স্টোকস মোহাম্মদ ওয়াসিমের বলটি লেগসাইডে ঠেলে দৌড় দিতেই নিশ্চিত হয়ে গেল ইংল্যান্ডের জয়, সেই সঙ্গে জার্সির ডিজাইনও অবমুক্ত হয়ে গেল ওয়েবসাইটে।

একটিতে ট্রফি হাতে পাশাপাশি দাঁড়িয়ে এউইন মরগান আর জস বাটলার, আরেকটিতে পাশাপাশি রাখা দুটি ট্রফির নিচে লেখা ২০১৯ ওয়ার্ল্ড কাপ ও ২০২২ টি–টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। ইংল্যান্ডের সমর্থকগোষ্ঠী বার্মি আর্মির তাৎক্ষণিক টুইট—‘ডাবল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জার্সি, এখনই অর্ডার করুন’। সঙ্গে দুটি হৃদয়–চিহ্নে তৈরি হাসিমুখ।

আরও পড়ুন

ইংল্যান্ড সমর্থকদের সময়টি এখন হাসিমুখেরই। ৫০ ওভার ক্রিকেটের মতো ২০ ওভার ক্রিকেটেরও বিশ্বচ্যাম্পিয়ন এখন ইংলিশরা। ক্রিকেট ইতিহাসে এমন গৌরবের অধিকারী আর কবে কে হয়েছে। কাকতালীয় ব্যাপার হচ্ছে, দুটি শিরোপা জয়ের মুহূর্তই এসেছে স্টোকসের হাত ধরে, যে স্টোকসের ওভারে ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল মরগানদের।

ক্রিকেটে দুটি বিশ্বকাপের শুরুটা ২০০৭ সালে। ওয়ানডে বিশ্বকাপ আছে সেই ১৯৭৫ সাল থেকেই, ৩২ বছর পর এসে যুক্ত হয় টি–টোয়েন্টিরও শিরোপা। এর পর থেকে গত ১৫ বছরে ৮টি টি–টোয়েন্টি এবং ৪টি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একই সঙ্গে দুটি ট্রফি শোকেসে রাখতে পারার গর্ব শুধু ইংল্যান্ডেরই। ওয়ানডে বিশ্বকাপ জিতলে টি–টোয়েন্টি নয়, অথবা টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ওয়ানডেতে নয়—এমনটাই হয়ে এসেছে এত দিন।

২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, কিন্তু ওই বছর কুড়ি ওভার ক্রিকেটের শিরোপা জেতে ভারত। ২০১০ সালে হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ছিল ইংল্যান্ড। পরের বছর ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত।

এভাবে টি–টোয়েন্টিতে এক দল, ওয়ানডেতে অন্য দল চ্যাম্পিয়ন হওয়ার ঘটনার পুনরাবৃত্তি হয়েছে পরের বছরগুলোতেও। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া, পরের বছরের টি–টোয়েন্টি জেতে ওয়েস্ট ইন্ডিজ।

টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি হাতে ইংল্যান্ড খেলোয়াড়দের উল্লাস
ছবি: শামসুল হক

২০১৯ সালে ঘরের মাঠে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড জেতার পর প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে গত বছর। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই আসরে জেতে অস্ট্রেলিয়া।

তবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ আসার আগে টি–টোয়েন্টির আরেকটি আসর হয়ে গেল এবার, যা জিতে এখন সাদা বল ক্রিকেটের দুটি বৈশ্বিক শিরোপার মালিক ইংল্যান্ড। নামের পাশে লেখা অনন্য অর্জন—ডাবল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন!

যা আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগপর্যন্ত নিশ্চিতভাবেই থাকছে।