বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে টেন্ডুলকার–কোহলি–বাবরদের ছাড়ালেন গুরবাজ

সেঞ্চুরি করার পর গুরবাজওয়ালটন

আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শুরু। চলতি বছরের মার্চে শারজাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রহমানউল্লাহ গুরবাজ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও পেয়েছেন সেঞ্চুরি। আর কাল পেলেন বাংলাদেশের বিপক্ষে।

অর্থাৎ, সর্বশেষ ৩টি ওয়ানডে সিরিজে আফগান এই ওপেনার সেঞ্চুরি করেছেন ৩টি। বাংলাদেশের বিপক্ষে গুরবাজের সেঞ্চুরি ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম। এই সেঞ্চুরি একটা জায়গায় শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, বাবর আজমদের ছাড়িয়ে গেছেন গুরবাজ।

আরও পড়ুন

গুরবাজ অষ্টম সেঞ্চুরি করেছেন ২২ বছর ৩৪৯ দিনে। এর চেয়ে কম বয়সে ওয়ানডেতে অষ্টম সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র একজন—কুইন্টন ডি কক। কিংবদন্তি শচীনের অষ্টম সেঞ্চুরি করতে লেগেছিল ২২ বছর ৩৫৭ দিন। কোহলি ও বাবর দুজনেরই লেগেছে ২৩ বছরের চেয়ে বেশি।

প্রথম আলো

ম্যাচের হিসাবে গুরবাজ তৃতীয় দ্রুততম। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলা মাত্র ৪৩ ম্যাচেই ৮টি সেঞ্চুরি করেছেন। বাবরের লেগেছে ৪৪ ম্যাচ। গতকাল গুরবাজের ৪৬তম ওয়ানডে ছিল। পাকিস্তানের ইমাম-উল-হকও আছেন এই তালিকায়। এই ওপেনারের ৮টি সেঞ্চুরি করতে লেগেছে ৪৭টি ম্যাচ। ৮টি সেঞ্চুরিতে সর্বকনিষ্ঠ ডি কক অষ্টম সেঞ্চুরি পেয়েছেন ৫২তম ম্যাচ।

আরও পড়ুন