সিরাজকে হটিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে মহারাজ
আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। এ নিয়ে শেষ তিন সপ্তাহে তৃতীয়বারের মতো আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পরিবর্তন হলো। মহারাজ টপকে গেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে, ৮ নভেম্বর শীর্ষে উঠেছিলেন যিনি। এর আগে ১ নভেম্বর শীর্ষে ছিলেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি।
মহারাজ শীর্ষে উঠেছেন দ্বিতীয় স্থান থেকে, সিরাজ নেমে গেছেন দুইয়ে। গত বুধবারে র্যাঙ্কিংয়ে সর্বশেষ হালনাগাদের পর ৩ ম্যাচে ৭ উইকেট নেন মহারাজ, এর মধ্যে পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটও আছে। ভারতের বিপক্ষে মাত্র ৩০ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে নেন ২ উইকেট।
ভারতের সর্বশেষ ৩ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন সিরাজ। মহারাজ র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেও সিরাজ খুব একটা পিছিয়ে নেই। দুজনের মধ্যে রেটিং পয়েন্টের ব্যবধান এখন মাত্র ৩টি। সিরাজের সতীর্থ যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব আছেন চার ও পাঁচ নম্বরে, তিনে আছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
গত সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ২০১ রানের অপরাজিত ইনিংস খেলা গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৭ ধাপ। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন তিনি, যেখানে আগের মতোই শীর্ষে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলা অস্ট্রেলিয়ার মিচেল মার্শেরও বড় উন্নতি হয়েছে। ১১ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে এসেছেন তিনি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ভারতের শুবমান গিল। এখানেও চার ও পাঁচে দুজন ভারতীয়—যথাক্রমে বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা।
নেদারল্যান্ডসের বিপক্ষে শতক পাওয়া শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলেরও উন্নতি হয়েছে। পাঁচ ধাপ এগিয়ে পাকিস্তানের ফখর জামানের সঙ্গে যৌথভাবে ১৩ নম্বরে এসেছেন শ্রেয়াস, ২৪ নম্বর থেকে ১৭ নম্বরে উঠেছেন রাহুল।
বিশ্বকাপে আগামীকাল থেকে শুরু হচ্ছে নকআউট পর্ব। তবে পরের সপ্তাহেও র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আসতে পারে পরিবর্তন। সেমিফাইনালের দলগুলোর মধ্যে ব্যাটসম্যান ও বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এর ভেতরে আছেন সাতজন করে।