বিপিএলে একাদশে সুযোগ না পাওয়া নিয়ে যা বললেন রিশাদ

রিশাদ হোসেন গতকাল ৩ উইকেট নিয়েছেনছবি: শামসুল হক

এই মুহূর্তে বাংলাদেশ টি-টোয়েন্টি দল সেরা বোলার কে? কয়েকজনের নাম মাথায় আসতে পারে। তবে ২০২৪ সালের পারফরম্যান্স বিশ্লেষণ করলে লেগ স্পিনার রিশাদ হোসেনের পক্ষেই উত্তরটা যাওয়ার কথা। ১ বছরে ৩৫ উইকেট নিলেন, যা আবার এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সর্বোচ্চ।

ইমপ্যাক্টের কথা বলবেন? টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইলাইটস দেখুন। অদ্ভুত বিষয়, এত কিছু করেও এবারের বিপিএলে রিশাদের শুরুটা হয় ডাগআউটে বসে থেকে।

ফরচুন বরিশালের হয়ে ৪ ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন মাত্র ২টি। গতকাল ৩ উইকেট পাওয়ার পর সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন দেশসেরা লেগ স্পিনার।

বিপিএলে বরিশাল দলে তারকার অভাব নেই। রিশাদের পাশাপাশি স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম ও মোহাম্মদ নবী। প্রথম দুই ম্যাচে তানভীর-নবী কম্বিনেশনে ভরসা রেখেছিলেন তামিম ইকবাল।

নিয়মিত সুযোগ পাবেন তো রিশাদ?
ছবি: ফরচুন বরিশাল

সিলেটে যেতেই সেই কম্বিনেশন বদলে রিশাদ-তানভীরে স্পিন আক্রমণ সাজান বরিশাল অধিনায়ক। রিশাদও বলেছেন, প্রথম দুই ম্যাচে তাঁর না থাকার কারণ টিম কম্বিনেশন, ‘টিমের সমন্বয়ের জন্য বাইরে ছিলাম। আমার অতটা অস্বস্তি লাগেনি। ভেবেছি টিমের জন্য যা দরকার তাই হবে।’

রিশাদ যে মানের লেগ স্পিনার ও শেষ দিকে যে ঝোড়ো ব্যাটিং করতে পারেন, তাতে তাকে ঘিরেই টিম কম্বিনেশন হওয়া উচিত, অবশ্য এমন কথাও অনেকে বলছেন।

আরও পড়ুন

ঢাকায় দলে সুযোগ পাননি। সেই ঢাকাতেই হবে বিপিএলের বড় বড় ম্যাচ। ২৬ জানুয়ারি থেকে টুর্নামেন্ট আবার ফিরবে ঢাকাতে। সিলেটে কাল ৩ উইকেট নেওয়া রিশাদ কি কম্বিনেশনের কারণে আবার বাদ পড়তে পারেন, ‘প্রতিদিন চিন্তা থাকে খেলার জন্য। দলের কম্বিনেশনের কারণে না খেলালে, সেটা তো আমার হাতে না। নিজে প্রস্তুতি থাকি খেলার জন্য।’

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছিলেন রিশাদ। বিপিএলের কারণে খেলা হচ্ছে না সেই বিশ্বমানের টুর্নামেন্টে। এ নিয়ে কী রিশাদের আক্ষেপ আছে, ‘আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। বর্তমানে যা হচ্ছে সেটা নিয়েই কাজ করতে চাই, বিগ ব্যাশ হয়নি, ভাগ্যে ছিল না। পরে হবে, ইনশা আল্লাহ।’

আরও পড়ুন