সম্প্রচার শেষ ০৯ মে ২০২৩

আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজ

বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম ওয়ানডে

০৯: ১১ , মে ০৯

স্বাগত!

চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি আয়ারল্যান্ড ও বাংলাদেশ। প্রথম আলোর লাইভে আপনাকে স্বাগত।

০৯: ১৫ , মে ০৯

যেভাবে দেখবেন খেলা

বাংলাদেশে টেলিভিশনে দেখা যাবে না এ সিরিজ। তবে অনলাইনে সহজেই খেলা দেখতে পারবেন আপনি।

০৯: ১৮ , মে ০৯

টস

টসে জিতেছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।

০৯: ২১ , মে ০৯

বাংলাদেশ একাদশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের দল থেকে আছে দুটি পরিবর্তন। চোটের কারণে এ সিরিজে নেই তাসকিন আহমেদ। বাদ পড়েছেন নাসুম আহমেদও। এ দুজনের জায়গায় আজ একাদশে আছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

০৯: ২৫ , মে ০৯

আয়ারল্যান্ড একাদশ

দলে ফিরেছেন জশ লিটল। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছুটিতে ছিলেন তিনি আইপিএল খেলবেন বলে।

একাদশ

অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার

০৯: ৪৪ , মে ০৯

বিশ্বকাপ ছাড়া প্রথম ম্যাচ চেমসফোর্ডে

গত ৭ তারিখেও এ মাঠে হয়েছে এসেক্সের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ। অবশেষে চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, সেটিও ২৪ বছর বিরতির পর। সর্বশেষ ১৯৯৯ বিশ্বকাপে এখানে হয়েছিল দুটি ম্যাচ। এর মধ্যে একটি ম্যাচ ছিল বাংলাদেশের, নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল সেটি। ১৯৯৯ বিশ্বকাপের আগে ১৯৮৩ বিশ্বকাপে এ মাঠে খেলেছিল অস্ট্রেলিয়া ও ভারত।

০৯: ৫২ , মে ০৯

প্রথম ওভারে লিটলের শিকার লিটন

জশ লিটল ও লিটন দাস, দুজনই এ সিরিজে ফিরেছেন আইপিএল থেকে। সেই লিটলের বলেই শূন্যতে ফিরলেন লিটন, সেটিও মুখোমুখি প্রথম বলেই! প্রথম ওভারে বড় সুইংয়ের দেখা পেয়েছেন লিটল, লিটনের বলটি অবশ্য ছিল ফুললেংথে। ইনসুইংগিং ইয়র্কারের কোনো জবাব ছিল না লিটনের। বল স্বাভাবিকভাবেই আগে বুটে লেগেছে তাঁর, আম্পায়ারের এলবিডব্লুর সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি লিটন। করলে সেটি কাজেও দিত না, দেখিয়েছে বল ট্র্যাকিং।

১০: ০১ , মে ০৯

প্রথম চার

সুইং, সুইং, সুইং—এখন পর্যন্ত গল্পটা ছিল এমন। ধৈর্য ধরেই ছিলেন তামিম। জশ লিটল শর্ট লেংথে করলেন, সে সুযোগ কাজে লাগালেন তামিম। পয়েন্ট দিয়ে ইনিংসের প্রথম বাউন্ডারিটি মেরেছেন বাংলাদেশ অধিনায়ক, তৃতীয় ওভারে। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৯ রান।

১০: ০৭ , মে ০৯

তামিম কট বিহাইন্ড

এডেয়ারের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়েছিলেন তামিম। আম্পায়ার মাইকেল গফ আয়ারল্যান্ডের কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি, যদিও স্টাম্প মাইক্রোফোনে স্পষ্টই ছিল আওয়াজ। অ্যান্ডি বলবার্নির করা রিভিউ সফল হয়েছে, ১৯ বলে ১৪ রান করে ফিরেছেন তামিম। চতুর্থ ওভারে ১৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ।

১০: ১০ , মে ০৯

লিটনের ডাক

ওয়ানডে ক্যারিয়ারে দশমবার কোনো রান না করেই আউট হলেন লিটন। এর মধ্যে ৯ বার তিনি আউট হলেন ওপেনিংয়ে এসে, ৪ বার প্রথম বলেই। বাংলাদেশ ওপেনারদের মধ্যে ০ রানে আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকায় যৌথভাবে দুইয়ে উঠে এলেন লিটন, শাহরিয়ার নাফীসের সঙ্গে। সর্বোচ্চ ১৯ বার কোনো রান না করেই আউট হয়েছেন তামিম।

১০: ২০ , মে ০৯

নাজমুলের বিরতি

নাজমুলের বিপক্ষে টানা ৫টি ডট করেছিলেন এডেয়ার। তবে ষষ্ঠ ওভারের বলটি করলেন প্যাডের ওপর ফুললেংথে। সেটিতেই ক্লিপ করে নিজের দ্বিতীয় বাউন্ডারি পেয়েছেন নাজমুল। ৬ ওভারশেষে ২ উইকেটে ২৮ রান তুলেছে বাংলাদেশ।

সাইটস্ক্রিনের অবস্থান নিয়ে কোনো একটা ঝামেলার কারণে কিছুক্ষণ বিলম্বিত খেলা, এই ফাঁকে ড্রেসিংরুমের দিকে দৌড় দিয়েছেন নাজমুল।

১০: ৩৮ , মে ০৯

১০ ওভারে বাংলাদেশ ৫০/২

শট খেলার সুযোগ পেলে ছাড়ছেন না সাকিব। প্রথম ১৯ বলে তিনি করেছেন ১৯ রান, এর মধ্যে ১৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। প্রথম পাওয়ারপ্লেতে বাংলাদেশ ২ উইকেটে তুলেছে ৫০ রান, সাকিব ও নাজমুলের জুটি অবিচ্ছিন্ন ৩৫ রানে। উইকেট থেকে আইরিশ পেসাররা মুভমেন্ট পাচ্ছেন ঠিকই, তবে লাইন-লেংথে ঠিক ধারাবাহিক নন তারা। শট খেলার সুযোগও ভালোই মিলছে এখানে।

১০: ৪৬ , মে ০৯

উইকেট ছুঁড়ে এলেন সাকিব

সাকিব যতটা দারুণ খেলছিলেন, আউট হলেন ততটা বাজে ভাবেই। গ্রাহাম হিউমকে আড়াআড়ি খেলতে গিয়েছিলেন, তবে লেংথ বলটির নাগাল পাননি মোটেও। ২১ বলে ২০ রানের ইনিংসটি শেষ হলো বোল্ড হয়ে, আগের ওভারে মার্ক এডেয়ারের বলে মাত্র ২ রান আসার চাপ সহ্য করতে পারলেন না সাকিব। নাজমুলের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ৩৭ রান। ৫২ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

১১: ১১ , মে ০৯

সতর্ক নাজমুল ও তাওহিদ

সাকিব ও নাজমুলের জুটি ভাঙার পর কমে এসেছে রানের গতি, চাপ থেকে দলকে বের করে আনতে সতর্ক তাওহিদ হৃদয় ও নাজমুল। দ্বিতীয় পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে উঠেছে ২২ রান, নাজমুল ও তাওহিদের জুটি অবিচ্ছিন্ন ২০ রানে।

১৬ ওভারে ৭২/৩।

১১: ১৯ , মে ০৯

ক্যাম্ফারকে ‘স্বাগত’ জানালেন নাজমুল

১৮তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসা কার্টিস ক্যাম্ফারের ওপর চড়াও হয়েছেন নাজমুল। টেনে লং অন দিয়ে চারের পর আরেকটি মেরেছেন কাট করে। ২০ বলের বাউন্ডারি খরা কেটেছে তাতে। এর আগের ওভারে প্রথমবারের মতো আক্রমণে দেখা গেছে স্পিন, বোলিং করেছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

১১: ৩০ , মে ০৯

১০০

২১ ওভার শেষে বাংলাদেশ ৩ উইকেটে ১০০ রান তুলেছে। ৪৩ রানে ব্যাট করছেন নাজমুল। অন্য প্রান্তে ১৮ রানে অপরাজিত তাওহিদ হৃদয়।

১১: ৩৬ , মে ০৯

ফিফটির আগেই থামলেন নাজমুল

এ ওভারে হৃদয়ের সঙ্গে জুটি ৫০ ছুঁয়েছিল, নাজমুল ফিরলেনও এ ওভারেই। ক্যাম্ফারকে ঘুরিয়ে তুলে মারতে গিয়েছিলেন নাজমুল। তবে সাকিবের মতো ভুলটা করেছেন তিনিও। যতটা শর্ট লেংথে ভেবেছিলেন, বল ঠিক সেখানে ছিল না। নাজমুলের শট তাই ওঠেনি, সরাসরি ক্যাচ গেছে ডিপ স্কয়ারে লেগে থাকা ফিল্ডারের কাছে। বাংলাদেশ চতুর্থ উইকেট হারিয়েছে ১০২ রানে। নাজমুল ফিরেছেন ৪৪ রান করেই, খেলেছেন ৬৬ বল।

১১: ৪২ , মে ০৯

বাংলাদেশ সমর্থকদের দখলে চেমসফোর্ড

এ মাঠের অফিশিয়াল ধারণক্ষমতা ৬৫০০। নিরপেক্ষ ভেন্যু হলেও কার্যত এখানে ‘হোম’ দল আয়ারল্যান্ডই। তবে চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডের প্রায় পুরোটা জুড়েই বাংলাদেশ সমর্থকদের দাপট, সেটি স্পষ্ট ব্রডকাস্টিংয়েও। বাংলাদেশের প্রতিটি রানেই উল্লাসে মাতছেন তাঁরা।

এসেক্সের মাঠে বাংলাদেশ সমর্থকেরা
এসেক্স ক্রিকেট
১১: ৫১ , মে ০৯

কত দূর যাবে বাংলাদেশ?

১১: ৫৫ , মে ০৯

থামলেন হৃদয়ও

শুরু করছেন, কিন্তু বড় হচ্ছে না ইনিংস—বাংলাদেশ ইনিংসে আরেকজন ব্যাটসম্যান ফিরলেন এভাবে। গ্রাহাম হিউমের অফ স্টাম্পের বাইরে লাইন ধরে রাখা বলে খোঁচা দিয়েছেন তাওহিদ হৃদয়। তাঁর ৩১ বলে ২৭ রানের ইনিংস শেষ হয়েছে উইকেটের পেছনে নেওয়া লরকান টাকারের দুর্দান্ত ক্যাচে। হিউম পেলেন দ্বিতীয় উইকেট।

১২: ০১ , মে ০৯

আক্রমণাত্মক মিরাজ

সাকিব ও মিরাজের একাদশে থাকা মানে বাড়তি একজন বোলার বা ব্যাটসম্যান দলে নেওয়ার সুযোগ বাংলাদেশের। বাংলাদেশ অবশ্য খেলাচ্ছে বাড়তি একজন বোলারই। হৃদয় ফেরার পর মুশফিকের সঙ্গে যোগ দিয়েছেন মিরাজ, বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটিং জুটি এটি।

মিরাজ নেমেই শুরু করেছেন শট খেলা। জশ লিটলকে পরপর দুই বলে ড্রাইভ করে চার মেরেছেন তিনি। আইপিএল-ফেরত লিটল এখন পর্যন্ত খরুচে, যদিও প্রথম ব্রেকথ্রু দিয়েছিলেন তিনিই। প্রথম ৬ ওভারে এ বাঁহাতি পেসার দিয়েছেন ৪৫ রান।

বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৩৬ রান, ২৮ ওভার শেষে।

১২: ১৭ , মে ০৯

জীবন পেলেন মুশফিক

ক্যাম্ফারের বলে কাট করেছিলেন মুশফিক, সোজা গিয়েছিল পয়েন্টে দাঁড়ানো হ্যারি টেক্টরের হাতে। হওয়ার কথা ছিল সহজ ক্যাচ, টেক্টর রাখতে পারলেন না সেটিই। ১৯ রানে জীবন পেলেন মুশফিক। শেষ বলে চার মেরে কাটা ঘায়ে নুনের ছিটাও দিয়েছেন মুশফিক। মিরাজের সঙ্গে তাঁর জুটি গড়ে উঠছে, সেটি অবিচ্ছিন্ন ৩২ রানে। ৩১ ওভারে বাংলাদেশ ৫ উইকেটে তুলেছে ১৫৪ রান।

১২: ৩১ , মে ০৯

ফিফটি জুটি

শেষ ৫ ওভারে এসেছে চারটি চার। মুশফিক ও মিরাজের জুটি ছুঁয়েছে ৫০ রান। ১৬ ওভার বাকি, বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৭৩ রান।

১২: ৪৬ , মে ০৯

মিরাজের উইকেটে ভাঙল জুটি

জর্জ ডকরেলকে স্লগ সুইপ করতে গিয়েছিলেন মিরাজ, তাতেই ফিরতে হলো তাঁকে। মুশফিকের সঙ্গে তাঁর জুটি থামল ৬৫ রানে। ১৮৭ রানে বাংলাদেশ হারিয়ে ফেলল ষষ্ঠ উইকেট।

১৩: ০৪ , মে ০৯

বাংলাদেশের ২০০

৪২তম ওভারে ২০০ পূর্ণ হলো বাংলাদেশের। মিরাজ ফেরার পর বাংলাদেশ এগোচ্ছে ধীরগতিতে, তাইজুল ইসলাম আপাতত রান তোলার চেয়ে টিকে থাকার দিকেই বেশি মনযোগী।

১৩: ০৮ , মে ০৯

জন্মদিনে মুশফিকের ফিফটি

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ যে ম্যাচে ব্যাটিং করেছিলেন, মুশফিকুর রহিম গড়েছিলেন বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আজ ৩৬ বছর পূর্ণ করার দিনে ফিফটির দেখা পেলেন। ছয়ে খেলছেন, দায়িত্বটাও মুশফিক পালন করছেন দারুণভাবেই। ফিফটি করতে মুশফিকের লেগেছে ৬৩ বল, গ্রাহাম হিউমের বলে সিঙ্গেল নিয়ে পূর্ণ করলেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম ফিফটি।

১৩: ১৪ , মে ০৯

ডকরেলের ৭ ওভার

অলরাউন্ডার ছিলেন।

‘ছিলেন’ বলতে হচ্ছে, কারণ সাম্প্রতিক সময়ে যে বোলিংয়ে সেভাবে দেখাই যায় না জর্জ ডকরেলকে! আজ দলে একমাত্র স্বীকৃত স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গে ডকরেলকে আনেন বলবার্নি। ডকরেল এখন পর্যন্ত করেছেন ৭ ওভার। সর্বশেষ কোনো ওয়ানডেতে এত বোলিং তিনি করেছিলেন ২০২১ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সর্বশেষ ৪ ম্যাচে বোলিংয়েই আসেননি ডকরেল।

৪৪ ওভারে বাংলাদেশ ২১৪/৬।

১৩: ১৮ , মে ০৯

লিটলের দ্বিতীয় শিকার মুশফিক

লিটল ফিরলেন, ফিরে ফেরালেন মুশফিকুর রহিমকে। অফ স্টাম্পের বেশ বাইরের শর্ট বলে ব্যাট চালিয়ে পয়েন্টে স্টিফেন ডোহেনির হাতে ধরা পড়েছেন মুশফিক। ৭০ বলে ৬১ রানের ইনিংসে মেরেছেন ৬টি চার। ২৫০ বা এর বেশি স্কোরের বড় ভরসা হয়ে ছিলেন মুশফিক, তিনি ফেরার পর বাংলাদেশের চ্যালেঞ্জ বেড়ে গেল আরও।

৪৪.৫ ওভারে ২২০/৭।

১৩: ৩২ , মে ০৯

শরীফুলে এলো প্রথম ছক্কা

বাংলাদেশ ইনিংসের ২৮৭তম বলে দেখা গেল প্রথম ছক্কা। এডেয়ারকে মারার চেষ্টা করছিলেন শরীফুল, তবে সেভাবে টাইমিং হচ্ছিল না। পঞ্চম বলে শর্ট লেংথে পেয়ে সেটি করতে পারলেন শরীফুল। বল চলে গেছে মাঠের বাইরেই। পরের বলে শরীফুলকে ক্রিজের বাইরে দেখে থ্রো করেছিলেন এডেয়ার, স্টাম্প ভাঙলেও বল এরপর চলে গেছে বাউন্ডারির বাইরে। শেষ ২ বলে এডেয়ার তাই দিলেন ১০ রান। ১২ বল বাকি, বাংলাদেশের স্কোর ২৩৯/৭।

অবশ্য ঠিক পরের বলেই লিটলকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন তাইজুল, মিড অফে সেটি নিয়েছেন এডেয়ারই।

১৩: ৪৫ , মে ০৯

বাংলাদেশ ২৪৬/৯, ৫০ ওভার

শেষ ওভারে মার্ক এডেয়ারের বলে থেমেছেন ১৫ বলে ১৬ রান করা শরীফুল ইসলাম। শেষ ওভারে এসেছে মাত্র ৩ রান। শেষ ১০ ওভারে বাংলাদেশ তুলেছে ৫১ রান, সিরিজের প্রথম ওয়ানডেতে তারা থেমেছে ৯ উইকেটে ২৪৬ রানে।

ইনিংসে প্রথম সাত ব্যাটসম্যানের ছয় জনই করেছেন অন্তত ১৪ রান, তবে ফিফটির দেখা পেয়েছেন মাত্র একজন। সর্বোচ্চ ৬৫ রানের জুটিটি এসেছে ষষ্ঠ উইকেটে।

দ্রুত দুই ওপেনারকে হারানোর পর বাংলাদেশ ৩ উইকেট হারায় ১২ ওভারের মধ্যেই। নাজমুল হোসেন ও তাওহিদ হৃদয়ের পর ফিফটি জুটি আসে মুশফিক ও মিরাজের জুটিতে। মুশফিক শেষ পর্যন্ত থাকতে পারেননি, নিশ্চিতভাবেই বাংলাদেশের আরেকটু বড় স্কোরের আশা শেষ হয়ে গেছে তাতে।

মাঝের ওভারগুলোতে নিয়মিত আঘাত করে বাংলাদেশকে চেপে ধরেছে আয়ারল্যান্ড, থামিয়েছে মোটামুটি এক স্কোরের মধ্যেই। বিশ্বকাপে সরাসরি অংশ নিতে এ সিরিজের তিনটি ম্যাচই জিততে হবে আইরিশদের। প্রথম ম্যাচে বোলাররা তাদের কাজ করে রাখলেন, এবার পালা ব্যাটসম্যানদের—এমন বলাই যায়। যদিও বাংলাদেশের বোলিং আক্রমণের বিপক্ষে সেটি খুব একটা সহজ হওয়ার কথা নয় তাদের।

১৪: ৩১ , মে ০৯

স্টার্লিংকে ফেরালেন শরীফুল

শরীফুল ইসলামের ঠিক আগের বলেই ছক্কা মেরেছিলেন, পরের বলে অফ স্টাম্পের বাইরে পেয়ে আবার কাট করতে গিয়েছিলেন পল স্টার্লিং। ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েছেন মেহেদী হাসান মিরাজের হাতে। চতুর্থ ওভারে প্রথম ব্রেকথ্রু বাংলাদেশের।

১৪: ৩৩ , মে ০৯

জিততে পারবে বাংলাদেশ?

১৪: ৪০ , মে ০৯

বলবার্নি ব হাসান

পারফেক্ট লাইন, পারফেক্ট লেংথ, পারফেক্ট ইনসুইং! হাসান মাহমুদের পারফেক্ট ডেলিভারিতে বোল্ড অ্যান্ডি বলবার্নি! ওভারের দ্বিতীয় বলটিও ঢুকেছিল এমন, তবে ইনসাইড-এজে চার পেয়েছিলেন বলবার্নি। এ দফা স্টাম্প হারালেন আয়ারল্যান্ড অধিনায়ক। শরীফুলের পর হাসানের আঘাত, শুরুতেই চাপে আয়ারল্যান্ড।

১৫: ০৩ , মে ০৯

১০ ওভার শেষে

বাংলাদেশ ৫০/২

আয়ারল্যান্ড ৩৯/২

দ্রুত ২ উইকেট হারানোর চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন স্টিফেন ডোহেনি ও হ্যারি টেক্টর। দুজনই এখন পর্যন্ত বেশ সতর্ক।

১৫: ০৭ , মে ০৯

তাসকিনের ফেরার অপেক্ষা

বাংলাদেশ দল যখন ইংল্যান্ডের মাটিতে, তখন চোট থেকে ফেরার লড়াইয়ে ব্যস্ত তাসকিন আহমেদ। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোট পান জাতীয় দলের এই ফাস্ট বোলার। এ কারণে আইরিশদের বিপক্ষে মিরপুর টেস্ট খেলা হয়নি তাঁর। বাংলাদেশ যখন চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে, এ সময়টা তিনি ব্যবহার করছেন পুনর্বাসনে।

আরও পড়ুন
১৫: ১৯ , মে ০৯

তাইজুলের প্রথম ওভারে দুই সুযোগ

১৪তম ওভারে প্রথমবারের মতো স্পিন, এসেছেন তাইজুল ইসলাম। এসেই সুযোগ তৈরি করেছিলেন এ বাঁহাতি। তবে হ্যারি টেক্টরের দেওয়া ফিরতি ক্যাচটি নিতে পারেননি। আয়ারল্যান্ডের দলীয় রান ৫০ পেরিয়েছে আগেই। শেষ বলে রানআউটের সুযোগ তৈরি হয়েছিল, এবার কাভার থেকে সরাসরি স্টাম্প ভাঙতে পারেননি মিরাজ। থ্রো-ও ছিল মুশফিকের নাগালের বাইরে। থ্রো আরেকটু ভালো হলে সময় পেতে পারতেন মুশফিকও।

১৪ ওভার শেষে স্কোর ৫৩/২।

১৫: ২৮ , মে ০৯

তাইজুলের দায়মোচন

আগের ওভারে ফিরতি ক্যাচটি রাখতে পারেননি। ঠিক পরের ওভারেই ফিরতি ক্যাচ নিলেন তাইজুল। এবার অবশ্য ব্যাটসম্যান স্টিফেন ডোহেনি। সামনে ঝুঁকে ভালো ক্যাচ নিয়েছেন তাইজুল, আয়ারল্যান্ড হারিয়েছে তৃতীয় উইকেট। টেক্টরের সঙ্গে তাঁর জুটি চাপ বেশ খানিকটা কমিয়ে আনলেও ইনিংস সেভাবে বড় করতে পারলেন না ডোহেনি, তিনি থামলেন ৩৯ বলে ১৭ রানে।

১৫: ৩১ , মে ০৯

দৃষ্টি চেমসফোর্ডের আকাশে

বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। তবে মাঝে রোদও উঠেছিল। গতকাল রাতেও চেমসফোর্ডে বৃষ্টি হয়েছে। ওয়ানডেতে ফল আনতে খেলা হতে হবে কমপক্ষে ২০ ওভার, এখন পর্যন্ত হয়েছে ১৬ ওভার। এখন পর্যন্ত ডিএলএসে বেশ পিছিয়েই আছে আয়ারল্যান্ড, এ ওভারে উইকেট পড়ায় আরও পিছিয়ে গেছে তারা।

আয়ারল্যান্ড ১৬ ওভারে ৬৪/৩।

চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ড, আজ সকালে
ক্রিকেট আয়ারল্যান্ড
১৫: ৩৫ , মে ০৯

রিভিউ হারাল বাংলাদেশ, বৃষ্টিতে বন্ধ খেলা

এলবিডব্লু? কট বিহাইন্ড? ইবাদত হোসেন ও মুশফিকুর রহিমের আবেদন আদতে কী নিয়ে ছিল, সেটি পরিষ্কার নয়। ‘নিব কি নিব না?’, তামিম ইকবাল জানতে চাচ্ছিলেন এমন। শেষ পর্যন্ত রিভিউ নেন। তবে বল টেক্টরের ব্যাটে লাগেনি, ইমপ্যাক্টও ছিল অফ স্টাম্পের বাইরে।

এ রিভিউয়ের পরপরই নেমেছে বৃষ্টি। আম্পায়াররা বন্ধ করে দিয়েছেন খেলা। ১৬.৩ ওভারে ৩ উইকেটে ৬৫ রান। তবে এ পর্যায়ে খেলা আর না হতে পারলে এ ম্যাচে ফল আসবে না।

১৬: ০৪ , মে ০৯

বেড়েছে কাভারের সংখ্যা

চেমসফোর্ডে বেড়েছে বৃষ্টির তোপ। উইকেটের স্কয়ারও ঢেকে দেওয়া হয়েছে কাভারে।

১৬: ১০ , মে ০৯

সাকিব ও মুশফিক যেখানে সমান

৭১০৬

ওয়ানডে ক্যারিয়ারে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম, দুজনের রানই এখন সমান।

১৬: ২০ , মে ০৯

বাংলাদেশের ইতিহাসের সেরা ওয়ানডে ব্যাটসম্যান কে?

১৭: ২৬ , মে ০৯

আপাতত সুখবর নেই

চেমসফোর্ডে বৃষ্টি কমার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাঠের বেশ কয়েক জায়গায় জমেছে পানি।

১৭: ৪৭ , মে ০৯

বৃষ্টি, বৃষ্টি আর অপেক্ষা

১৮: ০০ , মে ০৯

আপডেট

খেলা কমপক্ষে ২০ ওভার হতে গেলে বাংলাদেশ সময় ১-১৩ মিনিটের মধ্যে শুরু হতে হবে। তবে এ মুহূর্তে বৃষ্টি হচ্ছে জোরেসোরেই।

১৮: ০৩ , মে ০৯

ম্যাচ পরিত্যক্ত

বৃষ্টির কারণে খেলা শুরু হওয়ার সম্ভাবনা নেই আর। পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রথম ওয়ানডে।

ফলে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আয়ারল্যান্ডের। অষ্টম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডকে পেরিয়ে আসতে হবে বাছাইপর্ব।

সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার, একই মাঠে।