কানাডার লিগে প্রথমবার দল পেলেন রিশাদ-সাইফউদ্দিন, আছেন সাকিব-শরীফুলও

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেলেন রিশাদ-সাইফউদ্দিনশামসুল হক

টি–টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম ৩টি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। ম্যাচ জয়ের দিক দিয়ে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। কিন্তু এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তির কথা যদি বলা হয়, সেটা অবশ্যই রিশাদ হোসেন।

২১ বছর বয়সী রিশাদ বিশ্বকাপে তাঁর লেগ স্পিনের ঝলক দেখিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত নিয়েছেন ৯ উইকেট, যা বাংলাদেশের বোলারদের মধ্যে যৌথ সর্বোচ্চ এবং আসরে স্পিনারদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। রিশাদের দুর্দান্ত পারফরম্যান্স বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোরও নজর কেড়েছে। এবার তাঁর সামনে প্রথমবার বিদেশের লিগে খেলার হাতছানি।

আরও পড়ুন

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন রিশাদ। তাঁকে দলে টেনেছে টরন্টো ন্যাশনালস। ফ্র্যাঞ্চাইজিটি আজ ভোরে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিশাদকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। তরুণ এই লেগ স্পিনার পরে তা ফেসবুকে পোস্ট করেছেন।

বাংলা টাইগার্স মিসিসাউগা দলে খেলবেন শরীফুল ইসলাম
এএফপি

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়া মোহাম্মদ সাইফউদ্দিনও দল পেয়েছেন। এই পেস বোলিং অলরাউন্ডার খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সে। রিশাদের মতো সাইফউদ্দিনেরও প্রথমবার বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে।

আরও পড়ুন

আজ অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ড্রাফটে বাংলাদেশের আরও দুজন দল পেয়েছেন। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তাঁরা দুজন সতীর্থ হিসেবে খেলবেন বাংলা টাইগার্স মিসিসাউগা দলে।

গত মৌসুমেও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন সাকিব
গ্লোবাল টি–টোয়েন্টির ফেসবুক

গ্লোবাল টি–টোয়েন্টি লিগের চতুর্থ আসর শুরু হওয়ার কথা আগামী ২৫ জুলাই, শেষ হবে ১১ আগস্ট। এ সময় বাংলাদেশকে ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। কাজেই ওই সময় বিসিবি ক্রিকেটারদের কানাডায় খেলার অনাপত্তিপত্র দেবে কি না, সেটা একটা প্রশ্ন।

গত বছর গ্লোবাল টি–টোয়েন্টি লিগে বাংলাদেশের দুজন প্রতিনিধিত্ব করেছেন। সাকিব খেলেছেন মন্ট্রিয়ল টাইগার্সে আর লিটন দাস সারে জাগুয়ার্সে। ফাইনালে লিটনের সারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিবের মন্ট্রিয়ল।

আরও পড়ুন