মুশফিকের বিদায়বেলায় আবেগী মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম যখন জাতীয় দলের সতীর্থ ছিলেনছবি: শামসুল হক

বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জানা গিয়েছিল, আরও এক বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন মুশফিকুর রহিম। এমন খবর ছড়িয়ে পড়ার পর তাঁর অবসর ভাবনা নিয়ে প্রশ্ন ওঠারই কথা নয়।

কিন্তু গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক জানিয়ে দিয়েছেন, ৫০ ওভারের ক্রিকেটে আর নয়। ২০২২ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কাল একইভাবে বিদায় বলে দিয়েছেন ওয়ানডেকে

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভরাডুবি আর ব্যাট হাতে চরম ব্যর্থতার (২ ম্যাচে ২ রান) পর ব্যাপক সমালোচিত হয়ে আসছিলেন মুশফিক। কাল সকালে ৩৫ বছর বয়সী স্টিভেন স্মিথের ওয়ানডে থেকে অবসরের খবর ৩৭ বছরের মুশফিকের ওপর হয়তো ক্রমাগত চাপ বাড়িয়ে তুলেছিল। সেই চাপ আর বাড়তে দেননি তিনি।

বাংলাদেশের হয়ে একসঙ্গে ২১২ ম্যাচ খেলেছেন মাশরাফি–মুশফিক
ছবি: শামসুল হক

ওয়ানডে থেকে মুশফিকের অবসরের খবরে দেশের ক্রিকেটাঙ্গনের অনেকেই হয়েছেন আবেগতাড়িত ও স্মৃতিকাতর। তাঁদেরই একজন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ সময়ের সতীর্থের বিদায়ে অনেকটা কাব্যিকভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাশরাফি।

আরও পড়ুন

বাংলাদেশকে দুজন একসঙ্গে প্রতিনিধিত্ব করেছেন প্রায় ১৫ বছর, একসঙ্গে খেলেছেন ২১২ ম্যাচ। একজন আরেকজনের নেতৃত্বেও কম খেলেননি। মুশফিকের অধিনায়কত্বে মাশরাফি খেলেছেন ৩২ ম্যাচ, মাশরাফির নেতৃত্বে মুশফিক খেলেছেন ১০৪ বার। ফেসবুক স্ট্যাটাসের শুরুতেই সেই যাত্রার কথাই লিখেছেন মাশরাফি, ‘তোমার বিদায়ের ঘোষণায় একলহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি!’

মুশফিকের পরিশ্রম ও একাগ্রতার কথা উল্লেখ করে মাশরাফি আরও লিখেছেন, ‘ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।’

মুশফিককে শুভকামনা জানিয়েছেন মাশরাফি
ছবি: শামসুল হক

এখন থেকে বাংলাদেশের হয়ে মুশফিককে শুধু টেস্ট খেলতে দেখা যাবে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলা থেকে ছয় ম্যাচ দূরে আছেন তিনি। মাশরাফি তাঁকে শুভকামনা জানিয়েছেন এই সংস্করণের জন্য, ‘আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও...।’