এডিআরএস নিয়ে সমালোচনা করায় সালাউদ্দিনকে শাস্তি

কোচ সালাউদ্দিন ও অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে লিটন দাসছবি: প্রথম আলো

এডিআরএস নিয়ে সমালোচনামূলক মন্তব্যের পর শাস্তি পেতে হলো কুমিল্লা ভিক্টোরিয়ানস কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, কুমিল্লা কোচের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।

ফরচুন বরিশালের বিপক্ষে কুমিল্লার ম্যাচে জাকের আলীর আউট নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এডিআরএসে বল লেগ স্টাম্পের বেশ বাইরে পড়েছে দেখা গেলেও টেলিভিশন আম্পায়ার আউট দেন তাঁকে। সমালোচনার পর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী সে সিদ্ধান্ত ঠিকই ছিল।

তবে ম্যাচ শেষের পরই সংবাদ সম্মেলনে এসে ‘হতাশ’ সালাউদ্দিন বলেন, ‘খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। কী করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি, এটাই কি চান? এমনিই সাসপেন্ড করে দেবে। যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করব, সেটাতেও তো লাভ নেই। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে, যা হওয়ার তা-ই হবে আরকি।’

এ আউটের সমালোচনা করেছিলেন সালাউদ্দিন
বিসিবি

এর আগেও এডিআরএস পদ্ধতি নিয়ে সমালোচনা করেছিলেন সালাউদ্দিন। এবার বড়সড় শাস্তিই পেতে হলো তাঁকে।

আরও পড়ুন

বিসিবি জানিয়েছে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে সালাউদ্দিন বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল ২-এর ২.৭ নম্বর ধারা ভেঙেছেন। যে ধারাটি ‘কোনো ম্যাচে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য’—এর সঙ্গে সম্পর্কযুক্ত।

বিসিবি জানিয়েছে, দোষ স্বীকার করে ম্যাচ রেফারি দেবব্রত পালের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন সালাউদ্দিন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। এ ম্যাচে অন ফিল্ড আম্পায়ার ছিলেন ডেভিড মিলনস ও মোর্শেদ আলী খান, টেলিভিশন আম্পায়ার ছিলেন তানভীর আহমেদ এবং রিজার্ভ আম্পায়ার ছিলেন মোজাহিদুজ্জামান স্বপন।

এর আগে ১০ জানুয়ারি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচে শাস্তি পেয়েছিলেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান ও সে দলের এনামুল হকের সঙ্গে রংপুর অধিনায়ক নুরুল হাসান। তাঁদের প্রত্যেকের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছিল।