পাকিস্তান কীভাবে ৪৫০ রান করে ম্যাচ জিততে পারে জানালেন আমির

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরটুইটার

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বড় হারের পরই পাকিস্তানের সেমিফাইনাল সম্ভাবনায় ইতি টেনে দিয়েছেন অনেকে। কারণ, সেই ম্যাচের পর পাকিস্তানের সামনে যে সমীকরণ দাঁড়িয়েছে, তা প্রায়ই অসম্ভব। তবে পাকিস্তানি সমর্থকদের অনেকে এখনো স্বপ্ন দেখছেন অবিশ্বাস্য কিছু করার এবং অসম্ভবকে সম্ভব করার। সে দলে আছেন পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরও।

বর্তমানে পয়েন্ট তালিকার ৫ নম্বরে আছে পাকিস্তান। ৮ ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট এখন ৮। অন্যদিকে ৯ ম্যাচ খেলা নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। আজ ইংল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের পয়েন্টও হবে ১০। তবে রানরেটে পাকিস্তান পিছিয়ে আছে বিশাল ব্যবধানে। এ কারণে নিউজিল্যান্ডকে টপকে সেমিতে যেতে হলে পাকিস্তানকে জিততে হবে ২৮৭ রানে। আর রান তাড়ায় লক্ষ্য ছুঁতে হবে ২.৪ ওভারের মধ্যে।

আরও পড়ুন

তবে আগে ব্যাট করলে দৃশ্যমান অসম্ভব সমীকরণও মেলানো সম্ভব বলে মনে করেন আমির। সে জন্য অবশ্য একজন ব্যাটসম্যানের ওপরই ভরসা করছেন এই পেসার। তিনি হলেন ফখর জামান। আমির মনে করেন, পাকিস্তান যদি আগে ব্যাট করে এবং ফখর যদি নিউজিল্যান্ড ম্যাচের মতো ব্যাটিং করতে পারে, তবে পাকিস্তানের পক্ষে ৪০০-৪৫০ রান করা খুবই সম্ভব।

পাকিস্তানের একটি টেলিভিশন টক শোতে আমির বলেছেন, ‘৪০০-৪৫০ রানের সম্ভাবনা আছে। এটা ক্রিকেটে সম্ভব। যদি আমরা ৪০০ রান করি এবং তাদের ১১২ রানের মধ্যে অলআউট করে দিই, তবে সম্ভব। যদি ফখর সেভাবে ব্যাট করতে পারে (যেভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিল, তবে সম্ভব)। তবে এটা তখনই সম্ভব, যদি আমরা আগে ব্যাট করি।’

অনুশীলনে বাবর আজম
এএফপি

এর আগে অবিশ্বাস্য এই লক্ষ্য অর্জনের কথা বলেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমও। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাবর বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নেট রানরেট নিয়ে আমরা পরিকল্পনা করেছি। যা-ই হোক, আমরা প্রথম বল থেকেই মারতে যাব না। প্রথম ১০ ওভার কীভাবে খেলব এবং তারপর আমরা কী করব, সেটা নিয়ে পরিকল্পনা করেছি। যদি ফখর ২০-৩০ ওভার টিকে যায়, আমাদের যা লক্ষ্য তা অর্জন করতে পারব।’

আরও পড়ুন

যেখানে সবাই পাকিস্তানের বিদায় ধরে নিয়েছে, সেখানে বাবর নিজেদের স্বপ্নকে এখনই ভাঙতে চান না। পাকিস্তানের সম্ভাব্য বিদায় নিয়ে জানতে চাইলে বাবর জানান, ‘আমরা কেউ জানি না পরবর্তী সময়ে কী হবে, এখনো আমাদের একটি ম্যাচ বাকি আছে।’

বাবর-আমির আশাবাদী হলেও পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম অবশ্য মাঠে খেলে সেমিফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না। পাকিস্তান কীভাবে সেমিতে যেতে পারে, তা নিয়ে মজা করে বলেছেন, ইংল্যান্ডের ড্রেসিংরুমে তালা লাগিয়ে তাদের টাইমড আউট করেই শুধু সেমিতে যেতে পারে পাকিস্তান।