বিসিবির চাকরি ছেড়ে পিসিবিতে কিউরেটর টনি হেমিং
চুক্তির মাঝপথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে যাওয়া কিউরেটর টনি হেমিংকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, এই অস্ট্রেলিয়ানের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তাদের। আগামীকাল দায়িত্ব নিতে লাহোরে পৌঁছানোর কথা তাঁর। হেমিংয়ের প্রথম দায়িত্বই হবে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পিচ প্রস্তুত করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন পাঁচটি টেস্টের পিচ প্রস্তুত করবেন হেমিং। আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টের পর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা পাকিস্তানের। আগামী ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পিচ প্রস্তুতিও হেমিং দেখভাল করবেন বলে জানানো হয়েছে।
হেমিং পাকিস্তানে যেতে পারেন, গত মে মাসেই এমন সংবাদ এসেছিলে দেশটির সংবাদমাধ্যমে। তবে তখন এ ব্যাপারে এই প্রতিবেদকের কাছে নিজের বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি।
শেষ পর্যন্ত ১০ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে হেমিংয়ের চলে যাওয়ার খবর জানায় বিসিবি। তাঁর সঙ্গে দুই বছরের চুক্তি থাকলেও এক বছর হতে না হতেই বিসিবির চাকরি ছেড়ে দেশে ফিরে যান অভিজ্ঞ এই কিউরেটর। বিসিবি তাঁকে এনেছিল মূলত পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নির্মাণের জন্য।
উইকেট প্রস্তুতিতে বিশেষজ্ঞ হেমিং একজন মৃত্তিকা বিশারদ। বাংলাদেশে আসার আগে পার্থে ওয়াকার মৃত্তিকা বিশারদ ও পরামর্শক ছিলেন, পালন করেছেন আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্বও। অস্ট্রেলিয়ার এমসিজিতে দীর্ঘদিন কাজ করা ছাড়াও একসময় ছিলেন পার্থের অপ্টাস স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার।
হেমিং আইসিসির পিচ পরামর্শক ছিলেন ওমান ক্রিকেট একাডেমিতে। আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও প্রশিক্ষক হিসেবেও তিনি কাজ করেছেন। অভিজ্ঞতা আছে ফুটবলে কাজ করারও। সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অ্যারেনা ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন হেমিং।