শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও পান্ডিয়াকে পাচ্ছে না ভারত

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়াছবি: রয়টার্স

বিশ্বকাপে ভারতের হয়ে চার ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চোট পেয়েছিলেন অ্যাঙ্কেলে। এরপর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটো খেলতে পারেননি। নতুন খবর, আরও দুই ম্যাচে এই পেস অলরাউন্ডারকে পাবে না ভারত।

আরও পড়ুন

২ নভেম্বর শ্রীলঙ্কা ও ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দুটিতে পান্ডিয়াকে পাচ্ছে না ভারত। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, লিগ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচের আগে পান্ডিয়াকে সম্ভবত দলে ফেরাবে না ভারত। তাঁকে দ্রুত দলে ফিরিয়ে ঝুঁকি নিতে চায় না ভারতের টিম ম্যানেজমেন্ট।

বল ঠেকাতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন পান্ডিয়া
ছবি: রয়টার্স

পুনেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন পান্ডিয়া। বোলিংয়ের ফলো-থ্রুতে পা দিয়ে বল ঠেকাতে গিয়ে এই চোট পেয়েছিলেন। স্ক্যান করানোর পর পরের দুই ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফেরার সম্ভাবনা জেগেছিল। কিন্তু অ্যাঙ্কেল ও লিগামেন্টের চোটে কাতর পান্ডিয়াকে দ্রুত ফেরানোর ঝুঁকি নেয়নি ভারতের টিম ম্যানেজমেন্ট। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে এখন চোট থেকে ফেরার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পান্ডিয়া।

আরও পড়ুন

দলে পান্ডিয়ার অভাব পূরণে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর জায়গায় সূর্যকুমারকে একাদশে নেয় ভারত। আর শার্দুল ঠাকুরের জায়গায় ফিরেছিলেন মোহাম্মদ শামি। সূর্যকুমার ২ রানে আউট হলেও ৫ উইকেট নিয়েছিলেন শামি।

ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানে জয়ের পর ভারতের বোলিং কোচ পরশ মামব্রে জানিয়েছিলেন, জাতীয় ক্রিকেট একাডেমিতে পান্ডিয়ার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে দলের মেডিকেল টিম। ‘আগামী কয়েক দিনের মধ্যে’ই পান্ডিয়ার চোটের পরিস্থিতি নিয়ে নতুন খবর দেওয়ার আশায় আছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে অপরাজিত ভারত। টেবিলের শীর্ষেও রয়েছে স্বাগতিকেরা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট ভারতের।