শাহরুখের বাড়িতে বেকহাম

শাহরুখ খানের সঙ্গে ডেভিড বেকহামছবি: ইনস্টাগ্রাম

২০০৫ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ডেভিড বেকহাম। এই দায়িত্বের অংশ হিসেবে প্রায়ই বিভিন্ন দেশে যেতে হয় বেকহামকে। সেই ধারাবাহিকতায় ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার প্রথমবার ভারতে গিয়েছিলেন। বিশ্বকাপে ভারত–নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখার পাশাপাশি তিন দিনের ভারত সফর শেষে আজ দেশটি ছেড়েছেন। তবে যাওয়ার আগে বলিউড তারকা শাহরুখ খানের বাড়িতে দারুণ সময় কাটিয়েছেন।

আরও পড়ুন

ক্রিকেটের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ–সমতা আনতে ইউনিসেফের সঙ্গে অংশীদারত্ব করেছে আইসিসি। এ প্রকল্পের প্রচারে অংশ নিতে গত মঙ্গলবার ভারতে যান বেকহাম। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই মিডফিল্ডার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরশু ভারত–নিউজিল্যান্ডের সেমিফাইনালও উপভোগ করেছেন। তবে বলিউডের শহর মুম্বাইয়ে গিয়ে বলিউড তারকাদের সময় কাটাবেন না, তা কী করে হয়! শাহরুখ খানের নিমন্ত্রণ তাই সাদরে গ্রহণ করেন বেকহাম।

বলিউড অভিনেত্রী সোনম কাপুরের সঙ্গে বেকহাম। পাশে সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজা
ছবি: ইনস্টাগ্রাম

ইংলিশ কিংবদন্তির আগমন উপলক্ষে বলিউড ‘বাদশাহ’খ্যাত শাহরুখ তাঁর বাড়ি মান্নাতে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন। গত রাতে বেকহাম সেই পার্টিতে যোগ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি গাড়িতে ক্যাজুয়াল পোশাকে শাহরুখের বাংলোতে ঢুকছেন বেকহাম। তাঁর গাড়ির পেছনে সারি বেঁধে ঢুকেছে আরও কয়েকটি বিলাসবহুল গাড়ি।

আরও পড়ুন

বেকহামের আগমনে শাহরুখের বাড়িতে বসেছিল তারার মেলা। লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির সভাপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন অনিল কাপুর, সঞ্জয় কাপুর, সোনম কাপুর, ফারহান আখতার, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুরসহ বলিউডের একঝাঁক অভিনয়শিল্পী।

সঞ্জয়ের ছেলে জাহান কাপুরকে নিজের সই করা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি উপহার দিয়েছেন বেকহাম। তাঁর সঙ্গে কারিশমা কাপুর ছবি তুলেছেন। ক্যাপশনে কারিশমা লিখেছেন, ‘এটা আমার সন্তানের জন্য করেছি।’ কারিশমার কথাতেই স্পষ্ট, তাঁর সন্তান বেকহামের বড় ভক্ত। অভিনেত্রী সোনমের স্বামী আনন্দ আহুজা বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘মুম্বাইয়ের রাত। সঙ্গে জুড়ে দিয়েছেন মার্কিন লেখক বব গফের একটি বাণী, ‘আমরা যদি উদ্দেশ্য দ্বারা মোহিত হই, তাহলে তুলনা করে বিভ্রান্ত হব না।’