মেয়েদের প্রিমিয়ার লিগ: জাসিয়ার শতক, সাবেকুনের ৪ রানে ৫ উইকেট

শতকের পর জাসিয়ার উদ্‌যাপনবিসিবি

বিকেএসপির তিন মাঠে আজ থেকে শুরু হলো মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম রাউন্ডের খেলায় বিকেএসপির এক নম্বর মাঠে শক্তিশালী মোহামেডান ২৫৪ রানে হারিয়েছে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে। চার নম্বর মাঠে সিটি ক্লাবকে ৬৫ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। পাশের মাঠে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলকে ৮ উইকেট হারিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।

আরও পড়ুন

আজ মোহামেডানের হয়ে শতক করেছেন ভারতীয় ওপেনার জাসিয়া আখতার। কাশ্মীরের এই ক্রিকেটার আগে ব্যাট করে ৬৯ বলে ১০২ রানের ইনিংস খেলে মোহামেডানকে বড় রানের মঞ্চ গড়ে দেন। ১৬টি চার ৩টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। রুমানা আহমেদের ব্যাট থেকে এসেছে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান।

রানের জন্য দৌড়াচ্ছেন রুপালী ব্যাংকের ক্রিকেটার ফারজানা (ডানে)
বিসিবি

মোহামেডান শেষ পর্যন্ত ৮ উইকেটে করেছে ৩০৫ রান। জবাবে সাবেকুন নাহার ৩ ওভারে মাত্র ৪ রানে ৫ উইকেট নিলে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব অলআউট হয় মাত্র ৫১ রানে। ২৫৪ রানের বড় জয়ে ম্যাচসেরা হয়েছেন মোহামেডানের জাসিয়া।

আরও পড়ুন

শতকের সুযোগ ছিল জাতীয় দলের ওপেনার ফারজানা হকেরও। সুলতানার ৭৬ রানের সৌজন্যে আনসার ও ভিডিপি ৯ উইকেটে ২১১ রান করে। রূপালী ব্যাংক সে রান টপকে গেছে ফারজানার অপরাজিত ৯৪ রানের সৌজন্যে। ১২৩ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি।

আহত অবসর হওয়ার আগে লতা মণ্ডল ৮৫ বল খেলে করেছেন ৫৯ রান। দুজনের সৌজন্য রূপালী ব্যাংক সহজেই জিতেছে। কলাবাগানের হয়ে ৭০ বল খেলে ৫২ রান করেছেন ওপেনার ফাতেমা তুজ জোহরা। ৪৮.৪ বলে কলাবাগানের ১৮৮ রান এসেছে ফাতেমার ইনিংসের সৌজন্যে। জবাবে সিটি ক্লাব ৩৮.৪ ওভার পর্যন্ত খেলে অলআউট হয়েছে ১২৩ রানে।