আফ্রিদির সঙ্গে আইসিসির মাসসেরার লড়াইয়ে নামিবিয়া ও আরব আমিরাতের দুজন

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি–টোয়েন্টি সিরিজে অসাধারণ বোলিং করেছেন শাহিন আফ্রিদিএএফপি

আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের মনোনীত তিনজনের মধ্যে পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদির সঙ্গে লড়াইয়ে আছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস ও সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিম।

মেয়েদের ক্রিকেটে মাসসেরার দৌড়ে মনোনীত হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ভরভার্ট, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

আরও পড়ুন
নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস
আইসিসি

ওমান সফরে ব্যাট ও বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন নামিবিয়ার অলরাউন্ডার এরাসমাস। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে তিনি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। এ দুই ম্যাচের একটিতে অবশ্য তাঁর দল হেরেছে। কিন্তু সেই ম্যাচে ৫৬ বলে ৫৮ রান করার পাশাপাশি তিনি ৭ রানে নিয়েছেন ৩ উইকেট।

সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচে এরাসমাসের পারফরম্যান্স ছিল আরও ভালো। ২৯ বলে অপরাজিত ৬৪ রান করার পথে মেরেছেন ৬টি ছয়। আর বল হাতে গুরুত্বপূর্ণ ২টি উইকেট নিয়েছেন ২২ রান দিয়ে। ম্যাচটিও নামিবিয়া জেতে ৬২ রানে।

আরও পড়ুন
আরব আমিরাতের ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিম
এএফপি

আরব আমিরাতের ওয়াসিম গত মাসে এসিসি প্রিমিয়ার কাপে দারুণ ব্যাটিং করেছেন। কুয়েতের বিপক্ষে গোল্ডেন ডাক দিয়ে মাস শুরু করা ৩০ বছর বয়সী ব্যাটসম্যান পরের ৩ ম্যাচে করেছেন যথাক্রমে ৬৫, ৪৫ ও ৪৮ রান।

ওয়াসিমের মাসের সেরা ইনিংসটি আসে এর পর। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে তিনি ৬ চার ও ৭ ছয়ে ৫৬ বলে করেছেন ১০০ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়াসিমের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে ম্যাচটি ওমানের বিপক্ষে ৫৫ রানে জেতে আরব আমিরাত।

আরও পড়ুন

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং বলেছেন আফ্রিদি। বৃষ্টিতে পণ্ড হওয়া সিরিজের প্রথম ম্যাচে ১ উইকেট নেন পাকিস্তানের ফাস্ট বোলার। দ্বিতীয় ম্যাচে ১৩ রান ৩ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে ম্যাচসেরা হন তিনি। তৃতীয় ম্যাচে ৩৭ রান দিয়ে কোনো উইকেট পাননি এবং চতুর্থ ম্যাচ খেলেননি। তবে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৩০ রানে ৪ উইকেট নিয়ে আবার ম্যাচসেরা আফ্রিদি। সেই ম্যাচ জিতে সিরিজ ২-২-এ ড্র করে পাকিস্তান।

আরও পড়ুন