আপনার চোখে বাংলাদেশ–ইংল্যান্ড তৃতীয় ওয়ানডের ম্যাচসেরা কে?
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে ২–১ ব্যবধানের হারে সিরিজ শেষ করল তামিম ইকবালের দল। আজ বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয়। তাড়া করতে নেমে ৪৩.১ ওভারে ১৯৬ রানে অলআউট হয় ইংল্যান্ড।
ব্যাট–বলে আজ উজ্জ্বল ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ৭১ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংসের পর বোলিংয়ে ৩৫ রানে ৪ উইকেট নিয়ে প্রায় একাই ইংলিশ ব্যাটিংয়ে ধস নামান সাকিব। এই ম্যাচে তাই সাকিবের বাইরে ম্যাচসেরা হিসেবে অন্য কাউকে বেছে নেওয়া খুব কঠিন। তবু নাজমুল হোসেনের ৭১ বলে ৫৩ ও মুশফিকুর রহিমের ৯৩ বলে ৭০ রানের ইনিংস কিন্তু বিবেচনায় আসতে পারে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩৫ রানে ৩ উইকেট নেন পেসার জফরা আর্চার।
ইংল্যান্ডের ব্যাটিং থেকে কাউকে ম্যাচসেরা হিসেবে বেছে নেওয়া অসম্ভব। কেউ ফিফটিও করতে পারেননি। ৪৪ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন জেমস ভিন্স। ২৫ বলে ৩৫ রান করেন ফিল সল্ট। ক্রিস ওকসের ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৩৪ রানের ইনিংস। ২টি করে উইকেট তাইজুল ইসলাম ও ইবাদত হোসেনের।
পাঠক, আপনার চোখে ম্যাচসেরা কে জানাতে ভোট দিতে পারেন।