২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ওয়ার্নারের ব্যাগি গ্রিন খুঁজে পেতে সেরা গোয়েন্দা চান পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান অধিনায়ক শান মাসুদএক্স

শান মাসুদের চোখেমুখে বিস্ময়! এমনটাও হতে পারে! সিডনি টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে প্রথমবার পাকিস্তানি অধিনায়ক জানলেন, বিদায়ী টেস্টের আগে ডেভিড ওয়ার্নারের ব্যাগি গ্রিন চুরি হয়েছে। জেনে মাসুদ স্বাভাবিকভাবেই বিস্মিত হয়েছেন। জীবনের শেষ টেস্টের আগে ওয়ার্নার যেন ব্যাগি গ্রিন ফিরে পান, সেজন্য উদ্যোগও নিতে বলেছেন তিনি।

তা সেই উদ্যোগটা কে নেবেন? এটা তো কর্তৃপক্ষেরই নেওয়ার কথা। শান মাসুদ তা সুনির্দিষ্টভাবে বলেও দিয়েছেন, অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে যেন সারা দেশে এটার খোঁজ লাগানো হয়। এসব সময়ে যা বলাটা মোটামুটি নিয়ম, বলেছেন সেটিও। ওয়ার্নার হারানো ব্যাগি গ্রিন খুঁজে পাবেন, এই আশার কথাও হয়তো এ কারণেই।

আরও পড়ুন

সিডনি টেস্ট আগামীকাল। এই টেস্ট দিয়েও সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন ওয়ার্নার। এমন পরিস্থিতিতে মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে কয়েক দিন আগে ওয়ার্নারের ব্যাগি গ্রিন চুরি হয়।

সংবাদ সম্মেলনে মাসুদ এই প্রসঙ্গে বলেছেন, ‘অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে সারা দেশে খোঁজা উচিত। এটা খুঁজে পেতে সেরা গোয়েন্দার প্রয়োজন হতে পারে। তিনি (ওয়ার্নার) খেলাটার বড় এক দূত। অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য সব সম্মান ও উদ্‌যাপন তাঁর প্রাপ্য। আশা করছি, তারা এটা খুঁজে পাবে। যেকোনো ক্রিকেটারের জন্য এটা মূল্যবান এবং আশা করছি ডেভিড ওয়ার্নার ব্যাগি গ্রিন ফিরে পাবেন।’

এর আগে ইনস্টাগ্রামে আজ মঙ্গলবার সকালে ওয়ার্নার জানিয়েছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাকপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে যা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে এসেছে। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু, যা আমি ফিরে পেতে চাই।’

ওয়ার্নার প্রয়োজনে ’চোর’কে অন্য একটি ব্যাকপ্যাক দেওয়ার কথাও বলেছেন, ‘যদি এই ব্যাকপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাকপ্যাক খুশিমনে দিয়ে দেব।’

আরও পড়ুন