ওয়েস্ট ইন্ডিজের দরকার ১০ রান, ভারতের ৫ উইকেট
এবার বোধ হয় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতেই হচ্ছে ভারতকে। সিরিজের প্রথম টেস্টে এক ইনিংস ব্যাট করার পরিকল্পনা করেছিল রোহিত শর্মার ভারত। ম্যাচ শেষে অধিনায়ক রোহিত নিজেই জানিয়েছিলেন সে কথা।
সেই পরিকল্পনাও সফল হয়েছে প্রথম ইনিংসে ১৫০ রানের পর দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৩০ রানে অলআউট হয়ে গেলে। তবে পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টে প্রথম টেস্টের চেয়ে ভালো লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ, যদিও সেটা জয়ের জন্য নয়, ড্র করার জন্য।
টেস্টের তৃতীয় দিনে গতকাল বৃষ্টির কারণে খেলা হয়েছে ৬৭ ওভার। এ সময়ে মাত্র ১৪৩ রান তুলেছে ক্রেগ ব্রাফেটের দল। ভারতের প্রথম ইনিংসে করা ৪৩৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিন শেষে তুলেছে ৫ উইকেটে ২২৯ রান।
ফলো-অন এড়াতে আর মাত্র ১০ রান প্রয়োজন ক্যারিবীয়দের। উইকেটে আছেন অলিক আতানজি ও অলরাউন্ডার জেসন হোল্ডার।
ওয়েস্ট ইন্ডিজ এ ইনিংসে রান তুলছে ২.১২ গড়ে। ব্রাফেট, তেজনারায়ণ চন্দরপল, জার্মেইন ব্ল্যাকউড—সবার স্ট্রাইক রেট দেখেই আন্দাজ করা যায়, এই টেস্টে ফল চান না ব্রাফেটরা। অধিনায়ক ব্রাফেট সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাতে, ২৩৫ বলে করেছেন ৭৫ রান। ব্লাকউড করেছেন ৯২ বলে ২০ রান। অপরাজিত থাকা আতানজি ৩৭ রান করতে খেলেছেন ১১১ বল।
দিন শেষে এই তরুণ ব্যাটসম্যান এমন শ্লথগতির ব্যাটিংয়ের ব্যাখ্যাও দিয়েছেন। তিনি সব কৃতিত্ব দিয়েছেন ভারতীয় বোলারদের, ‘ব্যাটিং কন্ডিশন হয়তো ডমিনিকার মতো ততটা কঠিন নয়। তবে তাদের বোলাররা আমাদের জন্য কাজটা এখানেও কঠিন করেছে। আর এটা গোপন কিছু নয়, আমরা নতুন করে শুরুর চেষ্টা করছি। এখন যে চ্যালেঞ্জটা আছে সেটা উপভোগ করার বিষয়।’
ভারতের হয়ে এই ইনিংসে রবীন্দ্র জাদেজা ২টি, রবিচন্দ্রন অশ্বিন ও অভিষিক্ত মুকেশ কুমার ১টি করে উইকেট নেন।