৭৪ রানে ৬ উইকেট হারিয়ে ২১১ রানে অলআউট পাকিস্তান
ক্যারিয়ারের প্রথম ৫ টেস্টে একবারও ৫ উইকেট নেই। ডিসেম্বরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে সেই খাতা খুলেছেন ড্যান প্যাটারসন। পরের টেস্টের প্রথম ইনিংসে আজ পাকিস্তানের বিপক্ষে আবারও ৫ উইকেটের দেখা প্যাটারসনের।
ডানহাতি এই পেসারের ৫ উইকেট আর অভিষিক্ত পেসার করবিন বশের ৪ উইকেটে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এরপর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৮২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে। টেম্বা বাভুমার দল পিছিয়ে ১২৯ রানে।
প্যাটারসন আজ আউট করেছেন সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, কামরান গুলাম ও সালমান আগাকে। অর্থাৎ পাকিস্তান দলের বেশির ভাগ মূল ব্যাটসম্যানই তাঁর বলে ফিরেছেন। শান মাসুদের দল অবশ্য ভালো শুরুর ইঙ্গিতই দিয়েছিল। ওপেনিং জুটিতে অধিনায়ক মাসুদ ও সাইম তোলেন ৩৬। সেই জুটি ভাঙে অভিষিক্ত বশের আন্তর্জাতিক ক্রিকেটে করা প্রথম বলে মাসুদ ক্যাচ দিয়ে ফিরলে।
বিনা উইকেটে ৩৬ রান করা পাকিস্তান স্কোরবোর্ডে ৫৬ রান তুলতেই হারায় ৪ উইকেট। শান মাসুদের পর একে একে আউট হন সাইম (১৭), বাবর (৪) ও সৌদ শাকিল (১৪)। ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টে না থাকা বাবর আজ দলে ফিরে আবারও ব্যর্থ হয়েছেন। এ নিয়ে টেস্টে টানা ১৯ ইনিংস ফিফটিহীন থাকলেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান।
তবে চতুর্থ উইকেটের পতনের পর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে পাকিস্তানের হাল ধরেন কামরান। গড়েন ৮১ রানের জুটি। কামরান ৫৪ রান করে আউট হওয়ার পর আবার ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। শান মাসুদের দল শেষ ৬ উইকেট হারায় ৭৪ রানে, যেখানে শেষ উইকেট জুটিতেই আসে ২২ রান।
শেষ বিকেলে পাকিস্তান তুলে নিয়েছে টনি ডি জর্জি, রায়ান রিকেলটন ও ট্রিস্তান স্টাবসের উইকেট। ৪৭ রানে অপরাজিত আছেন এইডেন মার্করাম, ৪ রানে বাভুমা। খুররম শেহজাদ নিয়েছেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ২১১ (কামরান ৫৪, রিজওয়ান ২২; প্যাটারসন ৫/৬১, বশ ৪/৬৩)
দক্ষিণ আফ্রিকা ১ ইনিংস: ৮২/৩ (মার্করাম ৪৭*, বাভুমা ৪*; ২/২৮, ১/৩৬)