কী হবে বিসিবির আজকের সভায়

মিরপুরে বিসিবির কার্যালয়প্রথম আলো

গতকাল রাত পর্যন্ত বোর্ড পরিচালকেরাও জানতেন না মিটিংয়ের আলোচ্য সূচিতে কী আছে। বিসিবি থেকে রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো নোটিশে শুধু লেখা—আজ বিকাল ৪টায় বোর্ড সভা। সভায় কী নিয়ে আলোচনা হবে, তার উল্লেখ নেই। মিটিংয়ের নোটিশ পাওয়া বিসিবির কয়েকজন পরিচালক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত কাউন্সিলর হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বিসিবির পরিচালক হন গত ২১ আগস্ট। সে সভাতেই লন্ডন থেকে সাবেক সভাপতি নাজমুল হাসানের ই–মেইলে পাঠানো পদত্যাগপত্র গৃহীত হলে নতুন বোর্ড সভাপতি নির্বাচিত হন ফারুক। এরপর ২৭ আগস্ট পরিচালনা পর্ষদের প্রথম সভা করেন তিনি।

ফারুক বিসিবির সভাপতি হওয়ার পর আজ পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা। এ সভায়ও রাজনৈতিক পটপরিবর্তনের পর আড়ালে চলে যাওয়া পরিচালকেরা অনুপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

কোনো কোনো পরিচালক অবশ্য আজকের সভায় উপস্থিত থাকতে পারবেন না বলে ‘লিভ অব অ্যাবসেন্সে’র আবেদন করেছেন বলে জানা গেছে। তবে ‘লিভ অব অ্যাবসেন্সে’র আবেদন গৃহীত হবে নাকি অগ্রাহ্য হবে, সেটি বোর্ডের এখতিয়ার। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক গ্রহণযোগ্য কারণ ছাড়া পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তাঁর পরিচালক পদ শূন্য হয়ে যায়। 

ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পর আজ পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে
প্রথম আলো

জানা গেছে, অনেক পরিচালকের অনুপস্থিতিতে প্রায় অচল হয়ে পড়া স্থায়ী কমিটিগুলোর দায়িত্ব নতুন করে বণ্টনের আলোচনা হবে আজকের সভায়, কিছু ক্ষেত্রে সিদ্ধান্তও হতে পারে। সভাপতি ফারুক আহমেদ নিজেই যেমন ক্রিকেট পরিচালনা কমিটির দায়িত্ব নেবেন বলে শোনা যাচ্ছে। আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে আসন্ন বিপিএল নিয়েও।