ধর্মশালায় গতকাল রাতেও দুশ্চিন্তায় ফেলেছিল বৃষ্টি। স্থানীয় সময় রাত সাড়ে ১০টা-১১টার দিকে শুরু হয়েছিল তুমুল বৃষ্টি। বৃষ্টির তোড় এবং বজ্রের গর্জনে মনে হচ্ছিল আজ খেলা হবে তো! কিন্তু ভোরের দিকে সুখবরের ইঙ্গিতও মিলতে শুরু করে। ভোর রাতে থেমেছে বৃষ্টি। সকাল থেকেই পরিষ্কার ধর্মশালার আকাশ। ঝকঝকে রোদে উজ্জ্বল চারপাশ।
ধর্মশালার স্টেডিয়াম হোটেল থেকে খুব একটা দূরে নয়। গতকাল রাতে এখানে বৃষ্টি হচ্ছে মানে স্টেডিয়ামও ভিজছে বৃষ্টিতে। ইংল্যান্ডের সঙ্গে আজ খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। আর আগের রাতে বৃষ্টি যেকোনো মাঠেই পরের দিন সকালের খেলা নিয়ে সংশয় জাগায়।
সেই সংশয়টা আরও বেড়েছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের আউটফিল্ডের কারণে। আউটফিল্ডের যে অবস্থা তাতে গতকাল রাতের বৃষ্টিতে আজ খেলা হবে কি না, এ নিয়ে সংশয় জাগাটা অস্বাভাবিক না। কিন্তু স্বস্তির কথা হলো, ভোরে বৃষ্টি থেমে সকালে উঁকি দিয়েছে রৌদ্রোজ্জ্বল আকাশ।