পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়, নতুন চূড়ায় সাকিব এবং পিন্ডিতে আরও যত রেকর্ড

পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জিতল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটে সেই জয়ের দিনে ক্রিকেট রেকর্ডের অনেক পাতাই বদলে গেছে।

টেস্টে পাকিস্তানকে প্রথমবার হারিয়েছে বাংলাদেশএএফপি

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ

৪২
১০১তম টেস্টে দশম জয় পেয়েছিল বাংলাদেশ। ২০তম জয়টা এল ১৪৩তম টেস্টে। শেষ ১০টি জয় এসেছে ৪২ টেস্টে। বাংলাদেশ প্রথম টেস্ট জিতেছিল ৩৫তম ম্যাচে।

কোথায় কত জয়

১০
এই প্রথম ১০ উইকেটে টেস্ট জিতল বাংলাদেশ। পাকিস্তান ঘরের মাঠে ১০ উইকেটে হারল প্রথমবার।
পাকিস্তানকে হারিয়ে নবম দলের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ। বাংলাদেশ জয় পায়নি শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

কোন দলের বিপক্ষে কত ম্যাচে প্রথম জয়

দেশের বাইরে পাঁচটি দেশে টেস্ট জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের আগে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডে টেস্ট জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে দুটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ।
১৩-৭
২০ জয়ের ১৩টি বাংলাদেশ জিতেছে প্রথমে ব্যাট করে, পরে ব্যাট করে জয় ৭টি।
আরও পড়ুন
২৬
প্রথম ইনিংস ডিক্লেয়ার করার পর টেস্ট হারার ২৬তম উদাহরণ গড়েছে পাকিস্তান। এর আগে আরও তিনবার এমন অভিজ্ঞতা হয়েছিল দলটির। পাকিস্তানের চেয়ে এমন হারের অভিজ্ঞতা বেশি আছে শুধু ইংল্যান্ডের—ছয়বার।
৩০
এবারই টেস্টে ম্যাচ জিততে সবচেয়ে কম রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। এর আগে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ৪০ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল বাংলাদেশ।
১৪৬
টেস্টে ঘরের মাঠে এই শতকে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় ইনিংস। এবারের আগে ২০২২ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।
টেস্টে সপ্তমবার ম্যাচসেরা হলেন মুশফিকুর রহিম, যা বাংলাদেশের খেলোয়াড়দের নতুন রেকর্ড। এই সাত ম্যাচের পাঁচবারই জিতেছে বাংলাদেশ। সাকিব আল হাসানকে পেছনে ফেললেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
টেস্টে সপ্তমবার ম্যাচসেরা হলেন মুশফিকুর রহিম
এএফপি

টেস্টে ম্যাচসেরায় বাংলাদেশের শীর্ষ পাঁচ

আরও পড়ুন
বাংলাদেশের চতুর্থ অধিনায়ক হিসেবে একাধিক টেস্ট জিতলেন নাজমুল হোসেন।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন
এএফপি

টেস্ট জয়ী বাংলাদেশের ৮ অধিনায়ক

৫৯
টেস্ট জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশের খেলোয়াড়। বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন মোট ১০৪ জন।
১৫৮৭
বাংলাদেশের টেস্ট জয়ে সবচেয়ে বেশি রান মুশফিকের, ৪ সেঞ্চুরি ও ৫৬.৬৭ গড়ে এই রান করেছেন তিনি।
৭৬
বাংলাদেশের টেস্ট জয়ের সবচেয়ে বেশি উইকেট সাকিবের। ২০.৪৮ গড় এই উইকেট পাওয়া সাকিব ৫ উইকেট নিয়েছেন ৬ বার।
বাংলাদেশ জিতেছে এমন ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরি মুমিনুল হকের। ৪টি করে সেঞ্চুরি আছে মুশফিক, তামিম ও নাজমুলের।
বাংলাদেশ জিতেছে এমন ম্যাচে সবচেয়ে বেশি ৫ উইকেট সাকিব ও মিরাজের।
৭৫৬
বাংলাদেশ জিতেছে এমন ম্যাচে জুটি বেঁধে সবচেয়ে বেশি রান সাকিব-মুশফিকের। ১৭ ইনিংসে এই রান এ জুটির।
আরও পড়ুন
নতুন চূড়ায় সাকিব
আন্তর্জাতিক ক্রিকেটে ৭০৭ উইকেট সাকিব আল হাসানের
এএফপি

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন সাকিব আল হাসান। ৭০৭ উইকেট নিয়ে সাকিব পেছনে ফেললেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে (৭০৫)।

আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ বাঁহাতি স্পিনার

কোন সংস্করণে সাকিবের কত উইকেট

পেস-স্পিন মিলিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে সাকিবের অবস্থান তিনে। পাকিস্তানের ওয়াসিম আকরাম (৯১৬) ও শ্রীলঙ্কার চামিন্ডা ভাস (৭৬১) আছেন সাকিবের ওপরে।
আরও পড়ুন