এবার সাংবাদিক বোনকে প্রশ্ন করলেন জাকের

সাংবাদিকসুলভ ভঙ্গিতে বোনকে প্রশ্নও করেন ক্রিকেটার জাকের আলীবিসিবি

দৃশ্যটা আগেও একবার দেখা গেছে। বাংলাদেশ–শ্রীলঙ্কা টি–টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচের পর জাকের আলীকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছেন তাঁর সাংবাদিক বোন। এবার সেটাই হলো অন্যরকম পরিসরে, যার আয়োজক বিসিবি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, জাকের ও তাঁর সাংবাদিক বোন শাকিলা ববি একে অপরকে প্রশ্ন করছেন। আর এই প্রশ্নোত্তরেই উঠে এসেছে ক্রিকেটার জাকেরের গল্প।

আরও পড়ুন

সাংবাদিক শাকিলা প্রথমে জাকেরের জাতীয় দলে খেলার অনুভূতি জানতে চান। জাকের বলেন, ‘আসলে খুব ভালো একটা অনুভূতি। জাতীয় দলে খেলার স্বপ্ন সবার থাকে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল জাতীয় দলে খেলব, ম্যাচ জেতাব। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে ভালো লাগছে।’

টি–টোয়েন্টি সিরিজে ডাক পাওয়ার পর পুরো দল জাকেরকে স্বাগত জানিয়েছে। জাকেরের হাতে ‘টাইগার্স কোড’ নামের একটি বই তুলে দেন পেসার তাসকিন আহমেদ। সেখানে উপস্থিত ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক নাজমুল হোসেন। এ প্রসঙ্গে জাকের বলেছেন, ‘জাতীয় দলের পরিবেশ খুব ভালো লাগছে। প্রথম দিনে যেভাবে সবাই স্বাগত জানিয়েছে, এই জিনিসটা আমার কাছে বিশেষ ছিল। আমার মনে হয়েছে, আমি বিশেষ কেউ এসেছি, আমাকে সবাই যেভাবে বরণ করে নিয়েছে, খুবই ভালো লেগেছে।’

জাকেরের বাবা নেই। চার বছর আগে মারা গেছেন। তাঁর বাবার স্বপ্ন ছিল, মাঠে বসে জাকেরের খেলা দেখবেন। সেই স্বপ্ন পূরণ হয়নি। পরিবার নিয়ে কথা বলতে গিয়ে হাসিমুখে জাকের বলেছেন, ‘সবারই ভূমিকা ছিল। ভাইয়ের ভূমিকা ছিল। আপনারও ভূমিকা ছিল (বোনকে দেখিয়ে), আপনি অনেক কষ্ট করেছেন। আমাকে অনুশীলনে নিয়ে গিয়েছেন। সবারই স্বপ্ন ছিল, আমাকে এই জায়গাটায় দেখা। এখন আমার দায়িত্ব, কীভাবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, দেশকে জেতাতে পারি। আমার মনে হয়, এখন কাজটা আরও বেড়েছে। প্রত্যাশামতো কাজটা করার চেষ্টা করব।’

আরও পড়ুন

হবিগঞ্জের ছেলে জাকের নিজ এলাকার মানুষ সম্পর্কে বলেছেন, ‘ছোটবেলা থেকেই হবিগঞ্জের সবাই আমার জন্য দোয়া করত। সবাই চাইত আমি যেন জাতীয় দলে খেলি। ঈদে যখনই যেতাম বলত, “তুই কবে খেলবি?” আমি শুধু বলতাম, সবাই ধৈর্য ধরে দোয়া করেন, আমার সময় এলে খেলব।’

এরপর জাকের তাঁর বোনকে প্রশ্ন করেন। জানতে চান, ভাইকে জাতীয় দলে খেলতে দেখে তাঁর কেমন লাগছে। শাকিলার উত্তর, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশের মতো না। অনেক দিন ধরে চেয়েছি, সেই ছোটবেলা থেকেই। এটা অনেক ভালো লাগার মুহূর্ত। আপনি ভালো বুঝবেন, আপনি জানেন আমাদের ইচ্ছা কতটা ছিল। প্রেসবক্সে বসে চোখে পানি আসছিল, বারবার মুছছিলাম। বাসায় সবাই টিভিতে খেলতে দেখে কান্না করছিল। আমি মাঠে অমনই বসে ছিলাম।’

বাংলাদেশ দলের অনুশীলনে জাকের আলী
বিসিবি

শাকিলা খবরের কাগজ পত্রিকার সিলেট প্রতিনিধি। শাকিলার স্বামী মামুন হোসেন একই পত্রিকার ফটোসাংবাদিক। শাকিলা আবার হবিগঞ্জ ক্রিকেট দলের সাবেক অধিনায়কও। খেলাধুলা তাই জাকেরের রক্তে। পাঁচ ভাইবোনের মধ্যে চারজন খেলাধুলা করেছেন। জাকেরের প্রয়াত বাবা বাংলাদেশ আর্মির অ্যাথলেট ছিলেন। এ ছাড়া জাকেরের স্ত্রী নাফিসা তাবাসসুম জাতীয় পর্যায়ের শুটার।

আরও পড়ুন