সাকিব বললেন, ‘আমি কোত্থেকে জানব!’
সাকিব আল হাসান গিয়েছিলেন একটা কফিশপ উদ্বোধন করতে। ক্যাফে সাও পাওলো, বনানীতে তাঁর বাসার কাছেই এই কফিশপ। এর মালিক আবার প্রিমিয়ার লিগে সাকিবের দল মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে তাই সাকিবকে ছাড়াও দেখা গেল মোহামেডানের অন্য তারকা ক্রিকেটারদের।
কফি শপের উদ্বোধনী অনুষ্ঠানে কফি নিয়ে আলোচনা তো হবেই। তার ওপর কফির প্রতি একটা আলাদা দুর্বলতাও আছে সাকিবের, ব্ল্যাক কফি তো তাঁর বিশেষ পছন্দ। তবে আজ বনানীর এই কফি–সন্ধ্যায় সাকিব সবাইকে চমকে দিলেন অন্য এক কথা বলে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়ে গেছে, সেটা নাকি তিনি জানেনই না!
ওয়ানডে দলের নেতৃত্বে সাকিব নেই। দল নির্বাচনের আগে অধিনায়কের মতামত দেওয়ার কাজটাও তাই তাঁকে করতে হয়নি। ওয়ানডেতে সেই দায়িত্ব অধিনায়ক তামিম ইকবালের। তাই বলে দল ঘোষণা হয়ে যাওয়ার দুই দিন পরও দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার সাকিবের কান পর্যন্ত সেটি পৌঁছাবে না, তা একটু বিস্ময়করই।
এ মাসের শেষ সপ্তাহে আইসিসির ওয়ানডে লিগের অংশ হিসেবে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। ৫ মে একমাত্র প্রস্তুতি ম্যাচের পর ৯, ১২ ও ১৪ মে হবে সিরিজের তিনটি ওয়ানডে।
সিরিজের এক মাস বাকি থাকতেই গত ৯ এপ্রিল ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে মিনহাজুল আবেদীনের নির্বাচক কমিটি। দলে নতুন মুখ বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ওয়ানডে দলে ফিরেছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও।
আয়ারল্যান্ড সিরিজের এই দলটা কেমন হলো—অনুষ্ঠানে সাংবাদিকেরা সেটাই জানতে চেয়েছিলেন সাকিবের কাছে। কিন্তু প্রশ্ন শুনে সাকিবের বিস্ময়মাখা পাল্টা প্রশ্ন, ‘হয়ে গেছে (দল ঘোষণা)! কবে হয়েছে?’
সাকিবের এমন প্রতিক্রিয়ায় বিস্ময় গোপন রাখতে পারেননি সাংবাদিকেরাও, ‘আপনি জানেন না দল ঘোষণা হয়েছে!’ সাকিব এবারও পাল্টা প্রশ্ন করেই দিয়েছেন উত্তর, ‘আমি কোত্থেকে জানব! আমি আসলেই জানি না।’
মোহামেডানের হয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলায় ব্যস্ত আছেন সাকিব। কে জানে, সে ব্যস্ততার কারণেই তাঁর চোখ এড়িয়ে গেল কি না জাতীয় দল ঘোষণার খবর! যদিও প্রশ্ন জাগেই, এ–ও কি সম্ভব!
সাকিব অবশ্য আশাবাদ জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে চেমসফোর্ডের সিরিজেও ভালো কিছুই করবে বাংলাদেশ দল, ‘আগেও ওদের বিপক্ষে ওখানে খেলেছি। চেষ্টা থাকবে যেন এবারই একই ফল করতে পারি। যদিও ইংল্যান্ডে ভিন্ন কন্ডিশনে খেলা হবে। চেষ্টা থাকবে আমরা যেভাবে ওয়ানডে খেলছি ওভাবেই খেলতে। আমাদের ওয়ানডে দলটা খুবই শক্তিশালী। আশা করি আমরা ভালো ফল করতে পারব।’