ম্যাক্সওয়েলকে নিয়ে সুখবর দিলেন কামিন্স

অস্ট্রেলিয়ার অনুশীলনে গ্লেন ম্যাক্সওয়েলছবি: এএফপি

ইডেন গার্ডেনে সংবাদ সম্মেলনের শেষ দিকে প্রশ্নটা হলো গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে। এক সাংবাদিক বললেন, ‘আমরা কিছুক্ষণ আগে জেনেছি, সতর্কতা হিসেবে ম্যাক্সওয়েলের স্ক্যান করানো হয়েছে। এটা কেন এবং তিনি কেমন আছেন, জানাতে পারেন?’

মনোযোগী শ্রোতার ভূমিকায় থাকা প্যাট কামিন্স প্রশ্নটি শুনেই নড়েচড়ে বসলেন। তবে অস্ট্রেলিয়া অধিনায়কের কথায় দলটির সমর্থকেরা আশস্তই হবেন।

আরও পড়ুন

কলকাতার ইডেন গার্ডেনে আগামীকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচ সামনে রেখে ম্যাক্সওয়েলের ফিটনেস আলোচনায় উঠে আসাই স্বাভাবিক।

গত সপ্তাহে বিশ্বকাপের লিগ পর্বে আফগানিস্তানের বিপক্ষে পায়ে ক্র্যাম্প (মাংশপেশিতে টান) নিয়ে মহাকাব্যিক দ্বিশতক করেছিলেন ম্যাক্সওয়েল। এরপর বিশ্রাম নিলেও ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভব করছিলেন বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। তবে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমটি এ–ও জানিয়েছে যে স্ক্যানের পরই বোঝা গেছে, ম্যাক্সওয়েল সেমিফাইনাল খেলার জন্য ফিট।

অস্ট্রেলিয়ার অনুশীলনে কোচিং স্টাফের সদস্যের সঙ্গে প্যাট কামিন্স

আজ সংবাদ সম্মেলনে কামিন্সও সে কথাই বললেন, ‘ম্যাক্সি (ম্যাক্সওয়েল) ভালো আছে, খেলার জন্য প্রস্তুত। এটা (স্ক্যান) সতর্কতা হিসেবে করা হয়েছিল। গতকালও সে ব্যথা অনুভব করেছে। কোনো সমস্যা আছে কি না, সেটা জানতেই স্ক্যান করানো হয়েছিল। কারণ, আমরা কিসের বিরুদ্ধে লড়াই করছি, সেটা জানি। সৌভাগ্যজনকভাবে সে ফিট হয়ে উঠেছে।’

আরও পড়ুন

ম্যাক্সওয়েল সর্বশেষ মাঠে নেমেছেন আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে তাঁর দ্বিশতক এখনো অনেকের চোখে ভেসে আছে। ২৯১ রান তাড়া করতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল এই পরিস্থিতিতে দ্বিশতক করে অবিশ্বাস্য জয় এনে দেন।

এমন একটি ইনিংস সেমিফাইনালের প্রেরণা কি না, এমন প্রশ্নের উত্তরে কামিন্স বলেছেন, ‘অবশ্যই। আমি মনে করি, এটা যেকোনো মুহূর্তের (প্রেরণা)। সর্বশেষ ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) মিচেল মার্শের ১৭০ রানের আশপাশের ইনিংসটিও একই রকম। তবে ম্যাক্সওয়েলের ইনিংসটি আলাদা কিছু। কারণ, ম্যাচ যখন প্রায় মুঠো থেকে ফসকে গেছে, তখন আমাদের একজন দাঁড়িয়ে জয়ের রাস্তা বের করেছে। এতে দলের সামর্থ্য আরও বেড়েছে। কারণ, দলে ম্যাক্সওয়েলের মতো কেউ থাকলে যেকোনো জায়গা থেকে ম্যাচ জেতা যাবে—এই বিশ্বাস আরও দৃঢ় হয়। সে একজন মহাতারকা। যেকোনো অবস্থা থেকে ম্যাচ জেতাতে পারে। আমি খুশি যে সে আমাদের দলের খেলোয়াড়।’